চাঁদের গল্প
            আবু হানিফ জাকারিয়া


একটু ক্ষয়ে যাওয়া চাঁদ উকি মেরে ডাকছে আমায়
ভালোবাসার গল্প শোনাবে বলে।
আমি বলি ও চাঁদ একটু থামো,প্রিয়াকে ডাকি
দোষ নাই তো তোমার স্রোতা বাড়ালে।
চাঁদ ভেবে বলে তুমি বড্ড চালাক,
তোমার গল্প শোনাবে আমায় সুকৌশলে।


আমি হেসে চাঁদকে বলি ও চাঁদ শোন,  
আমি না হয় ভালোবাসার কাঙাল তুমি তো তা নও।
আমি শুধু পেতেই চাই, আলো বিলিয়ে ক্ষান্ত নও তুমি
  আবার ভালোবাসাও বিলাতে চাও?
  হতে পারিনি তোমার মত এতটা উদার
  যতই হোক মন রঙিন।
  জগতের তরে ব্যস্ত তুমি যে সদাই,
  তুমি যে সার্বজনীন।