ছুটছি অবিরাম নিশিদিন একাকার করে
ক্ষমতার জন্য, অর্থের জন্য, খ্যাতির জন্য।
মৃত্যু সন্নিকটে ভুলে যাই, চেষ্টাও নেই না ভোলার।
হয়ত বিশ বছর নয়তো বড়জোর একশ বছর।
ক্ষুদ্র এই সময়টুকু পৃথিবীতে বাঁচার জন্য বরাদ্দ।এই অবধারিত সত্য উপেক্ষা করে যাই মোহাচ্ছন্ন
নেশাগ্রস্ত আমি। এ নেশা সুখ খোজার নেশা সুখী হওয়ার নেশা, এগিয়ে যাবার নেশা।
অথচ এই সুখের সংগা নির্ধারণ হয়নি আজো।
হলফ করে কেউ বলতে ও পারেনা আমি সুখী।
দল নিয়ে দলাদলি, মারামারি, হানাহানি, খুন
কি করেনা মানুষ বা আমিও।  ক্ষমতার লড়াই, সম্পদের লড়াই, পদের লড়াই, পদবীর লড়াই।
সব লড়াইয়ের সেরা লড়াই সুখী হবার লড়াই।


ছুটছি অবিরাম নিশিদিন একাকার করে
সুখের লড়াইয়ে সামিল হতে, জয়ী হতে।
ছুটছি বাড়ি গাড়ির মালিক হতে হবে কিনা,
বিলাসী বাড়িতে প্রাসাদোপম সজ্জাও লাগবে।
ছুটতে ছুটতে জীবনের শেষ বেলাতে এসে হয়ত
উপলব্ধি হবে নচেৎ উপলব্ধি হবার আগেই আমি নেই। অনন্তকালের আবাসের জন্য ছোটাছুটি নেই, নেই কোন প্রস্তুতি বা আয়োজন। সব আয়োজন শুধুই ক্ষণস্থায়ী পৃথিবীতে সুখী হবার।
সব ছোটাছুটি শুধুই স্বল্পকালীন লোকদেখানোর।
তারপর সব খেলা সাঙ্গ হবে, বন্ধ হবে ছোটাছুটি,
এটাই অবধারিত বাস্তবতা কেউ মানি বা না মানি
তারপর ফিরতে হবে স্রষ্টার কাছে তার হুকুমেই।