একটা মানুষ সবার নেতা
সব দলেরই হয়তো।
দেশে এখন লাখো নেতা
তার মত কেউ নয়তো।


এক ডাকেতে সবাই এল
যুদ্ধজয়ের বিশ্বাসে।
আজো মুজিব মিশে আছে
সব মানুষের নিশ্বাসে।


নেতা আসে নেতা যায়
তারমত কেউ হয়না।
নিজের স্বার্থে সবাই নেতা
দেশের কথা কয়না।


তাঁর আদর্শ নিয়েই যদি
নেতা হত গণ্ডা দু'তিন।
এই বাংলায় অনেক আগে
এসে যেত সবার সুদিন।


দেশ যদি আজ সোনার হত
হত মুজিবের জন্য।
মুজিব মুজিব জপে সবাই
ভিতরে চিন্তা অন্য।


শোকের মাসে ব্যস্ত সবাই
শোকের নামে শোডাউনে।
দল ক্ষমতায় না থাকলে
থাকত মুজিব গোডাউনে।


সব ভেদাভেদ ভুলে গিয়ে
আসুন সবাই সম্মান করি।
নিজের স্বার্থ বাদ দিয়ে দেই
সবাই মিলে এদেশ গড়ি।