গহীন অরন্যের বুক চিরে হেটে যাবার কথা ছিল
সেই সুযোগ আজো হয়ে ওঠেনি।
গভীর সাগরের বুক চিরে চলে যাবার কথা ছিল
এই পৃথিবীর অন্য কোন মহাদেশে।
স্বপ্ন অবিরাম দেখে যাই শুধু, স্বপ্ন পুরনের বাধা
পেরিয়ে উঠতে পারিনি আজো।
নিত্যদিনের ছুটে চলা বেড়েই চলেছে ক্রমশ জোটেনি গণ্ডির বাইরে যাবার ফুরসৎ।


এই ছোট ছোট ইচ্ছেগুলো নিয়ে একদিন হয়ত
মিশে যাব মাটির গভীরে, অন্ধকারে।
স্বপ্নগুলো হারিয়ে যাবে কোন সুদুর অজানায়
ফিরে আর আসবেনা এই হৃদয়ে।
অন্তিম শয়ানে শায়িত আমার শেষ ইচ্ছেগুলো
হয়ত জানতে চাবে কোন প্রিয়জন।
আকুল হৃদয়ে ব্যস্ত হয়ে উঠবে পরিবারের লোক
মেটাতে সেই অপূর্ণ ইচ্ছের ডালি।


শরীর ও মন আর দিতে চায়না কিছুতেই সায়
দৃষ্টি এখন শুধু অনন্ত সময়ের দিকে।
অধীর অপেক্ষা এখন প্রত্যাবর্তনের পথ চেয়ে
সেই পথ আর সময় হয়ত সন্নিকটে।
কি ছিল আর কি নেই সেই হিসাবের দরকার কি?
ভবিষ্যৎের সম্বল মেলানোটাই জরুরি।
পৃথিবীজোড়া খ্যাতি কাজে আসবে কি কারো
অনন্তকালের সম্বল যদি না থাকে?


১৫ জুলাই,২০১৮