জীবনের সাথে যুঝা,
জীবনকে বুঝা--
একতো সে নয়।
নানা রঙে নিজেকে রাঙিয়ে
মনের রোগ কি দূর হয়?


জীবনের অনবরত সমতায় ফেরাকে
বলো তোমরা নিয়তি।
কাল রাতে,আকাশের তারারা,
বারান্দার গ্রীলেরা জানতে চাইলো,
'তাহলে ,আমাদের মানে কি?'


ভালোবাসা।


দমক দেয়া হাসিতে প্রশ্নেরা ছুটে এলো..


হিংসা কেনো?
ভালোবাসা
নিজের হীনম্মন্যতাকে।
খুন কেনো?
ভালোবাসা
নিজ অস্তিত্বকে ।
নেশা কেনো?
ভালোবাসা
অনন্ত অন্ধকারকে ।
যুদ্ধ কেনো?
ভালোবাসা
পুঁজিবাদকে ।


ক্লান্ত হয়ে তারারা ঘুম দিলো,
প্রশ্নেরা বিদায় নিলো।


সোনালি হাসি দিয়ে নিয়ন বাতি
বলে উঠলো ,
'ভালোবাসো,ভালোবাসো
...শুধু শুধুই ভালোবাসো।'


০৩ঃ২৪
ফেব্রুয়ারি ১৩, ২০১৬.
_______________________


পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসের
শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে :-) ।।