মানুষ আমি, মানুষের লাগি
মোর এই জীবন--
এই কথাটি মনে রাখে
                  কয় জন?


সবাই ছুটতাছে কোমর বাইধা
         সুখের পিছে,
সুখ কি ১০০ মিটার দৌড় !
   দৌড়াইয়া পাইবে তারে?


সুখের লাগি মোরা কইতাছি কতো মিথ্যা,
করতাছি কতো ধান্দা ।
তোমরা কি সবাই ভুইলা গেছো,
তোমরা যে আল্লাহর বান্দা।


আবার কেউবা করতাছে হত্যা,
কেউবা করতাছে চুরি।
ঐ ব্যাডা! কয়দিন পরতো খাবি
পুলিশের লাডির বাড়ি।


পুলিশ ব্যাডারাও তো
করতাছে কতো কাম !
মাইয়া দেখলেই জাইগা উঠে তাদের "কাম।"


আল্লাহর বান্দারা,
সুখ ঘুমাইয়া আছে তোমাগো অন্তরে,
শীঘ্রৈ জাগাইয়া উঠাও তারে,
দেখবা, কতো আনন্দ তাতে।


February 17, 2001