এই যে ভাসা ভাসা এ জীবন।
গলে গলে, খসে খসে টুপ করে,
হরহামেশা যাচ্ছে যে ডুবে।


অনন্তকাল ধরে আকুল হয়ে অপেক্ষা করি,
আবার ভাসার জন্যে।


আমাদের মহৎ থেকে সাধারণ সব কাজগুলো
কুৎসিত ভাবে করার, নিকৃষ্ট এক গুণ আছে।


কি, আছে না?


তাই ডুবে গেছে/ যাচ্ছে


কবিতা।
কবিতার লাইন।
নোনতা ঘামেদের জীবনের সাধ।



ভেসে উঠেছে


বোটকা কটু মানুষ।
ধাতব নির্মোহ রক্ত।
বিভাজিত জাতীয়তাবাদ।


আসছে-যাচ্ছে
সম্রাট, পাপিয়া,‌ সাহেদ, তেলাপোকা।


চিরস্থায়ী রয়ে যায় "নাম বললে চাকরি থাকবে না" - তাহারা।


__________________________