এ কুষ্ঠ শহরে নেই কোন শুভ্রতা,
এখানে সবুজ ঘাসে শোভা পায় সজারুর কাঁটা ।
পানিতে চলমান মূত্র, বিষ্ঠা ।
কানে ভেসে আসে নীলকন্ঠী হলুদ অপ্সরা ।


ডায়বেটিক শহরে ভোঁতা বৃষ্টি যেন পেশাব।
ভোরে, সবুজ উদ্যানে 
যেয়ে দেখি রাজা, সেনসেশান-দের সংলাপ।
কৃত্রিমতার আঠায় সিক্ত তথাকথিত সভ্যতা।
চারি'পাশে লকলক করে নীল-হলুদ বাসি যৌনতা।


ফাস্টফুড দোকানের ভালোবাসা, এখন
অনেক ফাস্ট।
সবুজ ভাবনা এখানে মূল্যহীন--
দেহটাই মাস্ট।
'আনার, আপেল'-এ হচ্ছে ধুমছে টাইম পাস।
বুদবুদীয় ব্রেক-আপ, প্যাচ-আপে 
রাত বিরাতে হয় অযুত জ্বলোচ্ছ্বাস।


হেঃ মুর্খ চোস্ত দুরস্ত অট্টালিকা,
হেঃ নির্বোধ-আবেশহীন স্মার্ট আবেগ, গতিবেগ---
অশৃঙ্খলিত করো এ শৃঙ্খলিত অশৃঙ্খলা ।
নিজেকে করো প্রশ্ন--
নিষ্পাপ অনুবোধের কম্পনে 
খিলখিল করে হাসতে কি চাও না?
ইচ্ছে করে না??


... শোনো একবার আত্বার কথা।
বন্ধ রাখো কিছুদিন তোমার কোল,খাতা ।
খুলে দাও খাঁচার দরোজা ।
ঘুরে আসো সবুজের সরলতায়,
যেথায় কাটে না জীবন সুসভ্যতার জটিলতায় ।


02 May, 2008.
--------------------
কোল-- laptop,Facebook, online life, etc
খাতা-- routine life , bindings