যখন তুমি শুধু জগতের একমাত্র,
হাজার হাজার ঝিনুকের মধ্যে থেকে শুধু
একটি গোলাপী মুক্তো অথবা
একটি সবুজ হাসিকে কেন্দ্রীভূত করে জীবন যাপিত করতে চাইবে --
তখন তা তুমি পাবে না,
বুকে চিনচিন ব্যাথা পাবে তবুও তুমি তা পাবে না।


হাজার হাজার অপ্সরা পাবে,
তবুও তুমি তা চাইবে না।
সবুজ হাসি পাবে না।


আর যখন, আজ থেকে হাজার বছর পরে,
মনের ভুলে বা খামখেয়ালীর বশে অথবা
জীবনের গতিপথে যখন অযুত মেনকা, রম্ভা
তোমার বাহুবলে লুটোপুটি খাচ্ছে--
তখনই উপস্থিত আষঁটে গন্ধে ভরা,
স্যাঁতস্যাঁতে সবুজ হাসি।


সেই সবুজ হাসি, আহা!!
যার জন্যে নিয়েছিলাম অন্য সব
রঙদের সাথে আড়ি।


October , 2010.