নিরাসক্ত চাঁদ শিশির ভোরে
কোষ্ঠকাঠিন্য সময়ের ধোঁয়া ছাড়ে ।
ঘরে ফেরা অথবা বের হওয়া বোধেরা
সময়ের পাতে জাবর কাটে।
ফেলে আসা ঠিকানায়, তবে কি ফেরা
অন্য কোনো পথে ?


ফিকে হওয়া লাল নিশান 'মাজার ধর্ম' হয়ে ঠিকই থাকে।


আর জন্ডিস ডাব, ফুটপাত আম, বীরবলদের প্রতি অর্পিত নাগলিঙ্গম,
ধনেপাতা, ভ্যালেন্টাইন দিবসের জার্বারারা ও অনেক কিছুই
এবং ভবঘুরে, ধারাবাহিক প্রতারক মন অনেক দিন বাঁচে।