আকাশের ফুসফুসে মাইন ক্যাম্ফের ধোঁয়া।
ভীরুতার সাতান্ন রকমের পদ দিয়ে ভাত খেয়ে সুবোধ ভুলে গেছে,
পেট্রোল বোমাতে ছাই হয়ে যাওয়া।
সুবোধ তুই ঘুম যা,
তোমরা অথবা একা।


উই পোকাদের 'বনভোজন উন্নয়ন'
একদিন ঝুরঝুরিয়ে খসে পড়বে।
পড়তেই হবে।
সুবোধ তুই পালিয়ে যা,
তোমরা অথবা একা।
ফিরে আসবি কি সে ভোরে !?
প্রকৃতি যখন উজাড় করবে
'তাহাদের' অকাতরে ?


সুবোধ তোর এ কাপুরষতা,
যুদ্ধে না যাবার বাহানা,
এ যে নিদারুণ, করুণ এক রসিকতা।


তোমরা অথবা একা।


2017, September 07. 03:38