লকডাউন লকডাউন ডাক পাড়ি,
লকডাউন যাবে আজ কার বাড়ি?

লকডাউন যায় উত্তরে।
লকডাউন যায় দক্ষিণে।
পূর্ব, পশ্চিমে।

জঠরজ্বালা কি 'উন্নয়নের তস্কররা'  মিটাবে?

___________