ঝাপসা ।
কিচির-মিচির আবার
থম ধরা, ভো ভো শব্দগুলো।
শুনতে পাচ্ছো?
পাচ্ছো কি?


শব্দগুলোর, কাছে যাবার,
কতো আকুতি আমার।
কাছে আগাই।
শব্দগুলো, বদল হলো কেনো!?


আরও একটু কাছে--
শব্দগুলো, কাঁদছে কেনো?
আমি কি কাপছি!
শব্দগুলো, বিলাপ করে কেনো?


এরই মাঝে মাঝ আকাশে প্রভূ এলো;
তদন্ত কমিটিও হলো,
একটি না, পাক্কা দু-টো।
বীচি ছাড়া কিছু লোক টক-ঝাল খেলো ।


কিন্তু, টগবগ-তাজা কিছু স্বপ্ন, কিছু
অপদার্থ-নিম্ন স্তরের প্রাণ যে হারিয়ে গেলো!


ল্যাওড়া, বাল্‌... কারো কি কিছু হলো?


08:23
05 aug, 2014