ঐকিক নিয়ম তুমি জ্যামিতিক হয়ো না।
পৌনঃপুনিক না।
বীজগণিতের এক্স-ও না।


সমীকরণ দূরে যেয়ে মরো।
প্রোবাবিলিটি দূরত্ব রেখে চলো।


উপপাদ্যে শুধু শুধু সময়ের ক্ষয়।
সম্পাদ্যের স্মৃতিগুলো শুধু রয়।


ভগ্নাংশ, আমায় আস্থা রেখো।
সরল অংক তোমার জন্যে,  
যোগ দিয়ে শেষ হবে, তা জেনো।


-------


মার্চ ০৩, ২০২২।
কক্সবাজার।


___________________