শুকনো গলি, ভেজা পাপোশ।
রোজ রোজ, ডিম পোচ।


পিচ্ছিল রাজপথ, শুকনো মানুষ।
ডুবন্ত ইন্দ্রিয়, হাপুস হুপুস।


গলা লাশ, কঠিন আদালত।
তালগাছ তার, যার ধন-দৌলত।


বা‌‌ষ্পীয় সম্পর্ক, লেনা-দেনা সংসার।
লাগেজ রেডি? ডাক আসবে কবে ‌তাঁর ?


বৃত্তের মানুষেরা, খাঁচায় আটকে রয়।
নিউরনের জোনাক গুলোর, দিগ্বিদিক পালাতে হয়।


সবুজ আকাশ, নীল মেঘ, সোনালী বৃষ্টি,‌ কিন্নর রোদ।
জীবন তোমার, সংজ্ঞাও তোমার। অক্ষত কি আছে, তোমার বোধ?


_________