জীবনটা হলো রুপকের মেলা।
অনবরত, থেমে থেমে, ধারণ থেকে ধারণে চলা।
ডান থেকে বামে --
বাম থেকে ডানে--
শব্দের শুরুতে শূন্যস্থান  (____),
 (____) শূন্যস্থান শব্দের শেষে  ।


কিলবিল অস্থির মগজে
নানা মুণীর সম্মিলন--
দিকভ্রান্ত পরিব্রাজকের মতোন পরিভ্রমণ । 
কদাচিৎ মধুবালার মক্ষী আহরণ ;
         দু'তিন ফোটা বিতরণ ।
কখোনও বা, না বুঝার শব্দের-কবিতার
নিজের মতোন করে ব্যাখ্যাকরণ।


অবশেষে সময়ের-মহাকালের গহ্ববরে গমন।
লগ'আউটের সময়, বিসর্গের (ঃ) মতোন 
কিছু শূন্যস্থান পূরণ না করে 
জীবনের যোগফল পূরণ।


নিজের লেখার নির্বোধের মতোন স্তুতিকরণ।
... ... নতুন কিছুর জন্য অপেক্ষাকরণ ।।


09:48 a.m
November 19, 2013.