এয়ার কন্ডিশন্ড রুমে আমি ঘুমিয়ে ।
আমি নির্লিপ্ত ।
আবেশহীন ।
শীত  করছে,
(কিন্তু) A/C টা বন্ধ করো না ।


আমার এক আত্বীয়, 
কিংবা আমার ভাই
অথবা আমার কেউ না;
হয়তো আমার কথা ভেবে,
তার জীবন যাবে থেমে
এক ঘন্টা, এক রাত এর জন্যে ।
আমার রুমের A/C  টা বন্ধ করো না ।


কিন্তু আমার মা!
শনৈ শনৈ আজ থেকে মৃত্যুর দিকে ধাবিত।
বুকফাটা আর্তনাদে ক্রন্দনরত ।
A/C  টা বন্ধ করো না ।


আমি হতে পারতাম অনেক কিছুই,
অথবা না ।
আজ থেকে আমার ভবিষ্যত ক্রমশঃ
হতে থাকবে অতীত ।
আজ থেকে হবে না নিজের সাথে যুঝা ।
হবে না নিজের সাথে  কথোপকথন ।
হলো না নিজেকে পুরোপুরি চেনা,
নিজেকে জীবনের-- কালের--মায়াবতী- কঠোরতার সর্বোচ্চ আয়নায় দেখা ।


লাশকাটা ঘরে আজকে আমার এ পৃথিবীর বুকে শেষ রাত,
আমি শুয়ে-- ভোর সকালে  পোস্ট মর্টেম ।
A/C  টা বন্ধ করো না ।
আমি এ সমাজের মতোন  পঁচতে চাইনা ।


02:40 a.m.
29 March, 2014.


-------
the deceased was my second cousin.


http://m.prothom-alo.com/bangladesh/article/179830/রূপগঞ্জে_মাদক_সেবনে_বাধা_দেওয়ায়_শিক্ষককে_হত্যা