বৃষ্টিস্নাত ঢাকা'র রাত--
ঝিমঝিম গুণগুণ বৃষ্টিরত,
চলছে অবিরত,
ঠিক তোমার হাসির মতো।


কদাচিৎ লাল হলুদের গর্জন,
ঠিক যেন আমাদের ঝগড়ার মতোন।
এরই  মাঝে কানে আসে তিন চাকার 
টুংটাং ধ্বনি,
আমাদের ভ্রমণটা কবে হচ্ছে জানি?


জলময় পিচ ঢালা রাস্তায় নিয়ন আলো--
যেন ইন্দ্রজালের স্পন্দন।
অতঃপর অর্কের আগমন--
স্পন্দনের অপগমন।
আবার জীবন হয়ে যায় যন্ত্রের মতোন।
তুমি যদি হও এরই মতোন--
তবে চাই না এমন স্বপন।



02:45 a.m.
08 September,2003.