শহর বৃষ্টিতে ভিজে ব্যাল্কনি দিয়ে হাত বাড়িয়ে ।
----ভিজে রিক্‌শার পলিথিনের ফাঁক গলিয়ে।   
-------নব্য প্রেমিক যুগলের অ্যাডভেঞ্চারে ।
শহর ভিজে ভিজে ক্লান্ত হয় পুঁজিবাদীর কাছে
            ব্যার্থ্য হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে।


বৃষ্টি এখানে শুধু রমনা বটমূলে,রবীন্দ্র সরোবরে
                  অথবা বাংলা একাডেমিতে।
---ড্রাইভার ভাইদের অন্যায় আব্দার উপলক্ষে।


বৃষ্টি এখানে রাস্তায় পুঁজভরা বন্যার আয়োজন।
নাগরিক জীবনে আরও একহাত 
মানসিক চাপের প্লাবন।


এরই মাঝে লিখতে বলো
বৃষ্টি নিয়ে কবিতা ?
শহর তোমাকে বলবে,
"দূর হঃ! হতচ্ছাড়া।"


28 June,2014.