অনেক আছে ভাঙ্গা মানুষ,
অনেক তাদের কষ্ট ।
সবার জীবনেই লাগে ফানুস,
নইলে জীবনটা যে হয় পথভ্রষ্ট ।


তুমি-আমি, আমি-তুমি
এমনি ভাবে চালাই জীবন--
ধার করি ক্ষনিক স্বপন ।
সবার সাথে চলতে চলতে বাড়ে দায়,
অবশেষে বদ হজমে উল্টি যায় ।


ভাঙ্গা মানুষ, 
ভাঙ্গা মানুষের কষ্ট বড়;
সুখের কি উপায়?
সুখ-- সে তো অদৃশ্য,
কেড়ে নিচ্ছে, জীবনের নাটাই ।


ভাঙ্গা মানুষ,
সুখ তোমার ভাঙ্গা মানুষের সাথেই ।
শুধু ভাঙতে হবে তোমায় 
হাজার বছর ধরে ।