যদি ভালোবাসো,
বৃষ্টিস্নাত অট্টালিকা হবে তখন,
পাহাড়ের চুড়ো-
যাতে বইছে চপল ঝর্না।
আর যদি মনে, কাঁদো,  
বৃষ্টি-আকাশ তখন
তোমার আপন ঠিকানা।


বাঁধহীন নদীর পাড়ে, বৃষ্টি 
প্লাবনে ভেসে যাওয়ার দামামা ।
এ বৃষ্টিই আবার তপ্ত মরুভুমিতে,
সবুজ বাগানের বারতা।


কেউ হারবে, কেউ হারাবে
কেউ হাসবে, হাসাবে
কাঁদবে, কাঁদাবে-
এটাই কি বৃষ্টির উপমা?


... এ ভুবনে সকলে কেনো একি সাথে হাসে না?
বৃষ্টি দেবতা, মুচকি হেসে বললো;
জগৎ হতো তখন স্বর্গ-
পৃথিবী হতো না।



12:19
05 July, 2014