সবুজ জানালার পর্দা দিয়ে 
ছিড়ে ছিড়ে ঢোকে আলো।
লাগে তাকে অকৃত্রিম ভালো ।


বিছানায়, জড় পদার্থের মতো শুয়ে,
কিছু সময় কাটাই, তোমাকে ভালবেসে।
যখন পেটে লাগে ক্ষিধে,
মনে হয় বলো তুমি আমায় জড়িয়ে--
"খেয়ে নাও সোনা, আমারই জন্যে।"


সারাদিন তোমার সাথে মনের কথা 
বলে বলে কাটিয়ে,
রাত হয় যখন অতিথি--
শূন্যতা হয় তখন আমার
একমাত্র সঙ্গী-সাথী ।
আমি, একাকী।



01:04 a.m.
29 March, 2006.