শান্তি... অথবা এতটুকুন দীর্ঘ নিঃশ্বাস ফেলার জন্যে
হন্নে হয়ে খুঁজেছি
পাইনি, তবুও খুঁজেছি ।
খুঁজেছি, হৃদয় থেকে কেষ্ট আঁষটে পরা ইট টাকে
অনেক কষ্টে সরিয়ে ।
স্যাঁতস্যাঁতে রাস্তায় হোঁচট খেয়েছি,
খেয়ে যাচ্ছি ক্রমাগত ।


কষ্ট... নিশ্চুপ কষ্ট ।
বাতাসহীন ঘর থেকে আমার চিৎকার শুনো কি?
তুমি?


বেদনার রঙ জানতাম নীল ।
ভুল... সব মিথ্যে,
বেদনার নেই কোনো কায়া,
শুধু অনবারিত প্রসারিত এক ছায়া....
আর তাতে মাঝে মাঝে ভেসে আসে তোমার চেহারা।