বাতাসের ক্যানভাসে চেপেচেপে লাগে তোমাদের কন্ঠ ।


কিন্তু তোমরা তো হওনা কোনো শিল্প।
তোমরা হও সস্তা বিনোদন পত্রিকা।
ক'টি টাকা খরচ করলেই পাওয়া যায় ।


তোমাদের মটো-- 'ইট্‌স মাই লাইফ'
জাকজমকে থাকতে করো পছন্দ।
কিন্তু বেশি দিন পাবে নাতো এ আনন্দ।


তোমাদের কন্ঠ, দূর থেকে লাগে
যেন প্রেমপক্ষীর আহবান।
সেই কন্ঠ টিপে টিপে পরীক্ষা করলেই,
পাখা মেলে ইবোলা ভাইরাস ।


আমি বলি না তোমরা মন্দ।
তোমরাই তো,শেষ না হওয়া কবিতার ছন্দ।