মহাকর্ষের ঘর্ষণে গলে গলে হয় যে তন্তু,
সে তন্তুতে গড়া মোম
মানব সংসারে জ্বালিয়ে
ছুটে চলছি কোন্ বাঁধানো বাগানে?


সে বাগানের মৌমাছিরা পাঁড় মাতাল।
কাঠগোলাপ দুশ্চরিত্রা-গন্ধহীন।
আগাছাগুলো করুণ ভাঁড়
কিন্তু আকর্ষণীয় পথ হারা পাখিদের কাছে।


পূর্ণিমার চাঁদ লম্পট ইজারাদের দখলে।
আর জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ব্যস্ত
শতবার্ষিকীর ক্যালেন্ডারের পাতা দিয়ে, ঝাল চানাচুর বিক্রিতে।


________________