আজ বাংলার সার্বভৌমত্বের বুকটি বিজয় দিবস
স্বাধীনতা লাভ অপর নাম বিজয় উল্লাস।
শত হাজার মায়ের সন্তান রক্ত বিনিময় অর্জনে
দীপ্তমান অগ্নিঝরা প্রাণবন্ত তেজসক্রীয়তা।


পরাধীনতার গ্নানি মুছে ঘর-হারা পরিবার-হারা
অর্থহীন সহায় সম্বল রিক্তহস্ত দিন মুজুরেরা।
স্বপ্ন দেখা নিজ দেশ; নিজস্ব পরিবার আপনত্বরা
সেই আশা পাওয়া প্রাণ আত্মা হ্নদয় স্পন্দন!


আমরা মানবতার কথা শুনি জানি কত বিদ‍্যতা
এমন সকল মানুষেরাই করেছিল অত‍্যাচার।
এ'দেশ বাংলা তথা আপামোর জনতা নির্যাতন
দেশ স্বাধীনতা লাভ পূর্ব পাকিস্তান-ব্রিটিশরা।


ঐ'সেই পরাধীনতা বরবরতা নীলচাষ অত‍্যাচার
শৃঙ্খলতা রোষানল খাদ‍্য কষ্ট শিক্ষা অবরূদ্ধ!
এই দেশ বাংলার জনতার উচ্চপদ কর্মপদ রুদ্ধ
শাসক ও শাসন সব পূর্ব-পাকিস্তান ও ব্রিটিশ।


ঐ'রকম অনুশাসন নির্যাতন হাত হতে রক্ষা ধীর
বঙ্গ চেতনা বীর বলিষ্ঠ‍্য বর্জকন্ঠ একনিষ্ঠ‍্যমন।
সামন সারি নেতৃত্ব চিরচেনা সর্বজন গ্রহণ স্বীকৃত
বাংলার জনগণ এক করা উৎসাহ উদ্দীপনায়।


জীবন দিবো তবুও বাংলার আকাশ শত্রু মুক্তিতে
কোন ছাড় দেশ জনতার অনন‍্য শোভকামনা।
আজকের বঙ্গবন্ধু জাতির নেতৃত্ব জনক ধীর মনবল
তেজসক্রিয় বাংলার জনতা যার যা রয় সব!


নিয়ে লাঠী ঢাল তরবারী কাস্তে বৈঠা যুদ্ধা প্রস্তুতি
শত্রুদের আক্রমনে ঝাঁপিয়ে পড়বে ভয় নেই।
রক্ত যখন দিয়েছি আরো দিবো তবু এ'দেশ শত্রু
মুক্ত করে ছাড়বো 'ইনশাল্লাহ্' ভয় অভয় প্রতি।


আজ ৫২তম বিজয় দিবস উদ্যাপন মহা উল্লাসিত
অপূর্ব লাল-সুবজ পতাকা সার্বভৌমত্ব অস্তিত্ব।
এ'অস্তিত্ব মন-প্রাণ-আত্মা-হ্নদয়-মহত্ত্বতা মায়াভরা
গেঁথে রাখা প্রতিটি আপামোর সন্তান হতে কাম‍্য।
কোন অবস্থায় শত্রুদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া
যাবে না বাংলার বুকে; স্মরণ বিজয় দিবস স্মরণ।
*******************************
বাণী: বিজয় দিবস পালনীয় যেমন অবধারিত। তেমনই অবশ‍্যই ধীর মনোবল ও বিশ্বাস হ্নদয় মাঝে মমতার সহিত ধরে রাখা প্রতিটি বাংলার সন্তানদের অপরিহার্য ও নৈতিক দায়িত্ব ও কর্তব‍্যও বটে। তবেই দেশাত্মবোধক দেশ প্রেম ও বিজয় দিবস পালন স্বার্থকতা লাভে দেশ ধন‍‍্যতায় স্বার্থক। অন‍্যথায় শংঙ্খা রয়।



চলমান..