সাতাইশ বৎসরের একটি যুবকের প্রেম কাহিনী
প্রথম প্রেমে লজ্জ্বা থাকে সেই কথাটিই বলছি।
আশা-যাওয়া ভালো লাগা কতকথা দেখাশোনা
শেষ হয়েও হয় না শেষ প্রেম যে কত লোভা?


ওরা প্রেমিক প্রেমিকা অনেক ভাল লাগা দু'জনা
পড়ালেখা পাশাপাশি দেখা দেখি চোখে চোখ!
ঈশারা হরিণী চোখের দু'পলক একে অপর রয়
স্পন্দিত এক অনন‍্য প্রেমভাব কাঁচা বয়স টক!


যেন কিছুই ভাল লাগে না দু'জন দু'জনা ছাড়া
প্রতিদিন শুভেচ্ছা বিনিময় কত স্বপ্ন আঁকা মন!
একটি সময় আসবে পড়ালেখা শেষে দু'জনে
মিলে একটি কর্ম করবে দু'জনা সংসার প্রেম।


ছেলেটি বেকার সময় কত প্রলোভন দেখানো
মেয়েটি ছেলেটির পূর্বেই প্রাথমিক বিদ‍্যালয়ে'
চাকুরী পেয়েই কিছুদিন পরেই প্রেমিক অচেনা
সেই যেন প্রথম প্রেম অচেনা বিবাহ অন‍্যপাত্রে।


ঐ' যে ছেলেটি প্রেম বিরহ ভাঙ্গামনটি দিকহারা
ঐ'মনে ধরা প্রথম প্রেম ভুলে থাকতে পারে না।
ছেলেটি বেশ দেখতে ভাল শরীরের গঠন প্রেমি
ছন্দ রয় জীবন তটে কথাবার্তা রসযুক্ত মন্দনয়।


দেখেন ঐ'প্রথম প্রেমিকার বিরহ হৃদয় ভাবনা
কতটি প্রাণ মনপ্রেম জাগ্রত বলে হায়রে প্রেম!
জীবন নাম ভুলে থাকা দায়! ভুলে থাকতে না
পারাতে বন্ধুরা সহমত আরে বাদ দে না ভাই!


করনা অন‍্য আরেকটি মেয়ের সহিত প্রেম ভাব
প্রথম গেছে ছেড়ে গেছে বালাই তাতে কি যাক।
শুরু করে নতুন নতুন প্রেম ভাবনা রসিক প্রেমি
একেক করে আঠারোটি মেয়েতে প্রেম নিবেদন।


প্রথম প্রেমিকা ধোঁকা দেওয়াতে ক্ষিপ্ত প্রেমিক
প্রেমিকাকে ভুলে থাকতে না পেরে প্রেম পাগল
দেওয়ানাতে একেক করে নারী প্রতি আশক্তের
বিরহ জাগ্রত প্রেম ভাল নয় শিক্ষা অর্জন স্বভাব।
******************************
বাণী: প্রেম করলে দেখে শুনে একটি নারী-পুরূষ সুবিবেচনাতে প্রেমিক-প্রেমিকা পবিত্রতা ধরে রেখে যোগ‍্যবান হওয়ার পূর্ব পর্যন্ত ধৈর্যধারণ করে কর্মজীবনে পদার্পণ করতঃ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রকৃত প্রেম জীবন লাভ ভালোবাসা সংসার ধর্ম পালন করাটাই হল অর্থবহ প্রেম ভালোবাসা। অন‍্যথা নয়।
×××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××××
কবিতা উৎসর্গিত: মোঃ নাসিম ইমন, নির্বাহী পরিবহণ, বিভাগ: প্রশাসন, জেইএএল। ছেলেটির জীবন নামক বিরহ গল্পের অসাধারণ প্রেম অভিজ্ঞাতার আলোকে কবিতাটি রচিত। বিধায় এই কবিতাটি তাকে উৎসগিত করা হল।