বিগত দিনের নাকি গ্লানি মুছে ফেলে এসেছে নতুন বছর
আসলে বাক‍্যটি সঠিক হয়েছে কি সত‍্য নিষ্ঠায়।
এটা কোন কথা নয় প্রকৃতির লীলা ভূমির বিচরণ খেলা
এমন করেই বৎসর মাস দিন ও সময় চলমান!


জানা রয় কি আমাদের এ'জীবন তটে সমতা সাম‍্য গাহি
যেমন করে চলতে হয়; সময় কেমন করে যায়?
সময়ের কাজ সময়ে করতে পারি কি না করছি কেমনে?
না কি বিনা শ্রম লাভ খুঁজি পান্ডিত‍্য অসভ‍্য চেতনা।


হিরা ফেলে কাঁচ কুঁড়িয়ে যতসব অযাতন কাছে ঠেনেছি
এখন উপায় নেই দূরে ঠেলে ফেলি কোথায়?
কি যে যন্ত্রণা কেমনে কাকে বলি উদ্ধার করে দাও নেই
সেই সময় এখন বয়স কুফলতা সংঘ দোষ।


নতুন হয় না কোন কিছুই সবই জ্ঞানী হলে দেখবে তা
পুরাতনকে করে গবেষণা মটিফাইড করা।
অজ্ঞান হলে বুঝি বুঝে থাকি মিছা আনন্দ চেতনাতেই
কত খুঁশি বেখেয়াল হেয়ালী পণা চুলাহীন।


একটি বছর আসা মানে মানব জীবন হতে কমে যাওয়া
কর্ম হিসাব ঘাটতিতে বাৎসরিক লেন-দেন!
হিসাবের খাতা সকল কর্ম সংস্থান সরকারী রীতি প্রয়োগ
বাস্তবতা রাষ্ট্র মানুষ মানব মনুষ‍্যত্ব প্রকাশ।


আজ আছি তো কাল নেই; সে'চেতনায় কর্ম করি ভালটি
জন্ম আমাদের যথা তথা কর্ম হয় যেন ভাল।
প্রতিটি বছর আসে বেঁচে আছি কোন মতে দয়া বিধাতার
হে আল্লাহ্ আর যে ক'টি দিন রাখো দুনিয়ায়;


ভাল ভাবে রেখো; সুস্থ রেখো; একমাত্র তোমার দয়াতেই
ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিও।
আজিকের এই নতুন বৎসরটির শুরুটি হয় যেন সঠিকতা
চলি যেন পথ তোমারই আর্শীবাদ তুষ্টতা।


হাজার কোটি লক্ষ‍্য তাঁরা চাঁদ কিন্তু একটিই সূর্য আলোক
তেমন করে প্রিয় বান্দা করে রেখো।
একান্তই তোমারই নিকটে এ'ভব তটে সুন্দর কর্মময় জ্ঞান
শুভহোক বিদায়ই বছর; স্বাগত'২০২৩ইং।


চলমান..