একটি বিশেষ স্মরণীয় কান্ড ঘটনা
ঘটেছে শুক্রবার বিকাল পাঁচটায়।
বাসার সামনে হতে একটি রিক্সায়
চেপে যাই মিরপুর-১, প্রিন্সবাজার।


সুপারসপের পার্শ্বে ইফতারী ক্রয়ে
কামেমের মোর বাসা হতে রিক্সা
ভাড়া ত্রিশ টাকা গন্তব‍্য স্থলে যেয়ে
একশত টাকা দিয়ে ভাড়া নাও বলি।


রিক্সাচালক বলেন ভাংতি নেই ভাই
আমি বলি পঞ্চাশ টাকা রাখো।
বলে না ভাই একেবারে ভাংতি নেই
আমি বলি তুমি আবার যাবে ঐ'মোর?


বলেন জি নিলে যাবো আসেন আপনি
এই বলে দাঁড়ায়ে থাকে ঐ'ভরসায়!
আমি গেলাম ইফতারী আনতে প্রিন্স
বেকারী এন্ড সুইটস সপে একটু দেরী!


তাও বেশি একটা সময় নয় মিনিট দশ
হবে। এসে দেখি ঐ'রিক্সাওয়ালা ভাই
নেই তো নেই-ই; চেলে গেছে ভাড়া না
নিয়ে। কি মনে চলে গেছে ভাড়া ছেড়ে?


আমি তো অনেক খোঁজ খবর নিলাম নেই
আশে পাশে দেখা মেলে কি না তাকে?
কোথাও না পেয়ে দুঃখ ভরা ক্লান্তি এলাম
বাসায় অন‍্য আরেকটি রিক্সায় চেপে।


হাদিসে কি বলা রয়; সেই ভাবনা মনটি
বিচলিত হৃদয় প্রাণ অস্তিরতা বুকটি।
কেমন যেন বেমানান লাগছে নিজেকে মন
বলছে হয়তো আমিই ভুল করেছি কেন


তাকে একশত টাকার নোটটি দিলাম না।
হয়তো সেই অনুরাগে দেরি দেখে যায়'
চলে টাকা ত্রিশটি ফেলে অনুরাগ অভিমান!
অনেক রকম বড় মানুষ হয় বুঝি রিক্সাভাই?


আমি সত্যই খুব লজ্জিত কেন দিলাম না
একশত টাকা পূরাটাই' ও যে খুঁশি হত।
যথা সময়ে ভাড়ার টাকা পরিশোধ আমি
পেতাম না কষ্ট বেদনা মায়া মনটিতে।


আমার জীবনের এই প্রথম এমন ঘটনাটি
কত জ'নাকে দিয়েছি কত টাকা-পঁয়সা!
কোন প্রকার স্বার্থ ছাড়াই সহযোগিতা হৃদে
সত্যই গরীবরা আসলেই কি ভাল মানুষ?


ওরা কি বোঝে কোনটি সঠিক কে কেমন?
ওদের অনেক অহংকার মিথ্যা বুঝমান!
ওরাই তৈরিতে সহায়ক অপরাধ পৃথিবীটি
সভ্যতার বিকাশ লাভ কিসে বিঘ্ন তা অন্ধত্ব।


জীবনে কখনো কারো দু'টি পঁয়সা খাইনি
দিয়েছি ব্যতিত সর্বোত্রে একান্তই মনটি!
চলার পথ কখনো অন্ধকার করিনি এ'ধরা
এই মানুষকে করলো নাজেহাল রিক্সাওয়ালা।
×××××××××××××××××××××××
বাণী: সমাজে অনেক লোকের বসবাস। কে কেমন বুঝা বড়ই দায়! তারপরও স্বাভাবিক জানা ও বুঝা। সততা ও সত্য নিষ্ঠা হল জীবন চলার পথ সুন্দর ও স্বচ্ছ ভাবে মানবিক চেতনায় প্রতিটি সুস্থ ও জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ সচেতন নাগরিক নিজেকে গঠন মূলক আত্মপ্রকাশ লাভে ধন্য করা ও সেই সাথে প্রতিবেশীদেরকেও মূল্যায়ন দাঁড় প্রান্তে যথাযথ প্রচেষ্টা করাসহ আল্লাহর প্রতি আস্তা রেখে ধর্মজ্ঞান পরিচয়ে মুগ্ধতা থাকা এবং যথাযথ পালন করা।