অবহেলা করলে করুক না কেউ
তাতে কি বলার রয় ঐ'তাকে!
অমানুষেরাই অবহেলা গাঁ-দেয়
জীবন সম্পর্ক নেই ভাবনারা।


সেই তারা মানুষ হয়ে অবহেলা
এমন স্বভাব অমার্জনীয় ধরা।
যারাই করবে অবহেলা যাদের
ওরাই অমানুষ অবহেলা দল।


ধ্বংস নেমে আসবে দেখবেই
পাবে শাস্তি জীবন চলা পথ।
সেই বলি করবে না কখনোই
মানুষ মানুষকেই অবহেলা।


ও'রে মানুষ আজ আছে কাল
শোন দেখো ভেবে নাও না।
কখনো রূপগুণ অহং করবে না
করলেই অধারিত ভবিষ্যৎ।


বিধাতার বিধানের বাহিরে নই
আমরা কেউ এই দুনিয়াতে।
যাকেই করবে অবহেলা দেখবে
একদিন অবহেলাই উন্নত!


তুমি অহং হয়েছো মানুষ নামক
অপদার্থ কলংঙ্ক স্বভাবের।
সেই জন্যেই বলি মানুষের মত
মানুষ হবে' করবে না হেলা।


জবাব থাকবে না চাওয়া বিধাতা
বলবে না কোনই অপ্রিয় কথা।
কি ফেরেস্তা কি ধর্মকিতাব ফাঁকী!
ওরে অবুঝ মানুষ নয় অবহেলা।


যেমন দুনিয়া পাবে সভ্যতা সাম্য
তেমন আখেরাত মিলবে সহজ।
যেমন কর্ম তেমন ফল কেন এমন
কথা জীবন তট লোক-মুখটিতে?
সব সময় উত্তম চরিত্র গুণ মহত্ত্ব।
×××××××××××××××××
বাণী: দুনিয়া বড়ই আপন সেই সকল মানুষদের নিকট। যে সকল মানুষেরা নিজকে চিনে জীবনটাকে সাঁজাতে জেনেছে। আর তখনই উদ্ভাসিত অনন্য জীবন গঠনে সহায়ক ও স্বার্থকতা লাভে ধন্য হতে পারবে। অন্যথায় ভাবনাটাই অমূলক।তাই বলে ভাবনাটা মন্দ নয়!