এই দুনিয়া এমনই জগৎ খানা
কে কাকে দিতে চায় অধিকার?
কেউ দিলেই কি নিতে হয় তা।
হাই'রে ভবঘুরে মানুষেরা সব।


অধিকার কোন মামা বাড়ি নয়
যে মামীর হাতে বানানো মোয়া!
ধরে নাও পেলে মামীর বানানো
মোয়া, পাবে কি সব আশাতেই?


অধিকার কোন শক্তি জোর নয়
অধিকার কোন কোন হিংসা নয়
অধিকার কোন সংঘবদ্ধ দল নয়
অধিকার কখনোই অপরাধ নয়।


অধিকার অপরের জমি দখল নয়
অধিকার কখনো মিথ্যা ঝুঁলি নয়
অধিকার কখনো পরচর্চা মন নয়
অধিকার হল সুন্দর উদ্ভাসিত মন।


অধিকার হল অপূর্ব চরিত্র গঠনে
অধিকার হল কর্মঠ জীবন ধারার।
যোগ্যতা অর্জনে ব্রত:মন মনুষ্যতা
আর সেই গুণিজন তারাই অমূল্য।


দীপ্তমান চলন ঊষার আলোর রশ্মি
শত কষ্ট আর আঘাতের মধ্যে শর্ত!
হবো আমি মানুষেরই মতন মানুষ
তবেই একদিন অধিকার উপযোগী।


সহজ লব্দে নয় তো জীবন চলমান
যখন চেতনা আসবে বিনাশ্রম সুখ!
সেই জীবন মানুষ হবে দুঃখী যাপন
তাই তো শোন মানুষ কর্মগুণে হও!


অধিকারী যোগ্যতায় পূর্ণ অপূর্ব জন
বিনাশ্রম নয় যোগ্য অধিকার মনুষ্য!
তুমি যার যোগ্য নও তার আশা ভুল
তুমি যা যোগ্য তা প্রাপ্তিই অধিকার।


তাই বলে অধিকার ছোট করবে না
বেঁচে থাকার অধিকার শুধুই বাঁচা!
প্রকৃতই কি মানুষ অধিকার পাচ্ছে?
এখনোও দেখি জোর যার মুল্লুকই!


এই হল দুনিয়া চলছে তো চলছেই
ঐ'সেই জন্ম হতে জন্মান্তরের সর্বত্র!
পরধন চর্চা পরলোভী প্রশংসা ভরা
কেমন মানুষ নিজে শূন্য অন্যে গর্ব!


দিক হারা নীড় ভাঙ্গা পাখির ন্যায়ে
চলছি আমরা মানুষরা সীমানা হীন।
কোথায় অধিকার অজানায় মনটির
মানুষ হতে না পারাটা অধিকার শূন্য
×××××××××××××××××××
বাণী: মানব জীবনের অধিকার বড়ই একটি সুষ্পষ্ট প্রকাশ। যা মৌলিক অধিকারও বটে। প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য। এই অধিকার মানুষ কোথা হতে শিখলো? আমার বড়ই জানতে ইচ্ছা জাগে। যেখানে যে পরিবারে নাগরিকের জন্ম ও বেড়ে উঠা। অনেকাংশে সেই পরিবারেরই তো লবণ আনতে পানতা ফুঁরায়। সেই জায়গায় কে কাকে বলতে পারে অধিকার কি? মানুষ যখন সুশিক্ষার্জন করে ও স্বভাব-চরিত্র গুণে গুণাম্বিত হয়ে সমাজে সুস্থ ও ভাল মানসিকতা পরিচয় বহণে সুশীল সমাজ গুণিজন জীবন যপান করে আর তখনই মানুষ অধিকার কথা বলতে শেখে। অন্যথায় অধিকার খর্ব ছাড়া আর কিছুই নয়।