জীবন মূল‍্য স্বর্গ সমতুল‍্য আদব
জানলে নিতে শিক্ষা-দীক্ষা মর্ম।
শত দল কত শত বাঁধা জীবনে
সবই যেন স্পর্শকতা বালুচোরা।


ফুল ফোটে মানুষেরই জন‍্যেই
মানুষ তার মূল‍্য দিতে পাড়ুক,
আর না পাড়ুক! বোঝে তখনই
সময় যখন অবেলাতে পতিত।


আচরণ শিষ্ঠাচার আদব কায়দা
সব মানব জীবনে অপরিহার্যতা।
সুবার্তা বহমান অসাধারণ শিক্ষা
আত্নার শ্রেষ্ঠ সর্বের সর্বাঙ্গল চল।


আদবই প্রকৃত শিষ্ঠাচার গুণিজন
আদব ছাড়া মানুষ নামক মানবে
আসবে কি কখনও সৌহার্দ পূর্ণ‍তা?
যতই করি অর্জন উচ্চ শিক্ষা জ্ঞান।


আমরা যদি হতে সত‍্য ও নিষ্ঠারই
প্রকৃত মহা মানব সেরার সেরাজন
ধর্ম-কর্ম জবে পালনে মর্মতা চরণ
জাগ্রত সেরা সব আদব-কায়দায়।


চরিত্র কেহ কি দিবে করে তৈরি
গঠিত হতে হয় একান্তই নিজেই;
নিজ হতেই। সেই প্রেরণা জাগ্রত
উন্নতি লাভে এক-ছত্রতার পরশ।