ক্ষণ জন্মার জন্মদিন;
কে সেই ক্ষণজন্মা?
এ যেন এক হৃদয় স্পন্দিত
অসাধারণ অণুপ্রেরণা মানবতা
মহা নায়ক: মহা প্রেম অভিনেতা!


শতঘাত প্রতিঘাত আত্মার শুদ্ধি বাংলার
এক অনন্য অন্য ধারার চমৎকার দেশপ্রেম
মহা কাব্যের রচিয়তা;
সকল মায়ের মুখের হাসি ফুঁটানো ফুল!


আজ ১৭ই মার্চ'২০২৩ইংও বাংলা ৩ চৈত্র'১৪২৯বঙ্গাব্দ।
আমি কোন বীর যোদ্ধার কথা বলছি না!
সেরা নায়ক-নায়িকা-সেলিবেটীর কথা নয়'
পড়া-লেখাতে বেশ ভাল ফলাফল সবই ট্যালেন্টফুল!


এভারেস্ট জয়ের কথাও নয়;
বিমান আবিস্কারকের কথাও বৈমানিকের ইতিকথাও নয়
বিজ্ঞানীর অসাধারণ দেশ কল্যাণ যুদ্ধ জাহাজ পারমানবিক
উদ্ভাবণী চেতনা বিশেষ ব্যক্তিকে নিয়েও নয়!


আমি আজ স্মরণ করছি আমার হৃদয় হতে ঐ' সেই ক্ষণজন্মা ছেলেটিকে
আল্লাহর অশেষ কৃপায় বাংলার অন্ধকার গহীন অগভীর সমূদ্র তলদেশ!
উর্দ্ধার কঠোর দীক্ষার অসাধারণ অতুলনীয় মনোমুগ্ধকর দেশাত্মবোধের
সুউচ্চমান মনোবল কোন প্রতিকূলতার শিকল তাকে বাঁধা প্রয়োগ নয়!


বর্হি:শক্তি হতে দেশ' নিজ দেশ; দেশ জনতার আর্তনাদের কথা গ্লানিকষ্ট
সবই যেন ভর করেছিল ঐ'আজিকের ক্ষণজন্মা মহান অমর বীর রাষ্ট্রসেরা
অপূর্ব ঊষার আলোক উজ্জ্বল দীপ্তমান বাংলার কান্ডারী চেতনা বাংলাদেশী
প্রকৃতই তিনি বাংলার অমূল্য রচায়িত ভিত্তি প্রস্তুত রূপকার বঙ্গবন্ধু বাংলার।


আজ শিশু দিবসও বটে;
একই সঙ্গে দু'টি দিবস পালিত যেন প্রতিটি ঘরে জন্ম নিবে ঐরকম দীপ্তমান
একই স্বভাব চিরচেনা অবিস্মরণীয় দেশ প্রেম; দেশাত্মবোধক মুক্তিকামী সন্তান।
যে শিশুটি হবে অনন্য সুবুদ্ধিমত্ত্বার মহত্ত্ব ভরা সকল ক্ষেত্রেই দেশপ্রেম ভাবনা
জীবন যেন পায় উত্তম তেঁজসত্রিয় সতেজতা বঙ্গবন্ধু দীক্ষিত অসাধারণ মনুষ্যত্ব।


এই বাংলা ও বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ, এ'দেশটিতেই জন্ম আমাদের
আমরা মুক্তিকামী সবুজ-শ্যামল ঘেরা অপূর্ব সুন্দর বৈচিত্রময় নদী মাত্রিক দেশ।
এমন দেশটি খুঁজে পাওয়া বড়ই দায় অন্য দেশটি হতে সেরা তাই! ধরে রাখবে
সেই সোনার সন্তানেরা বাসবে ভালো বঙ্গচেতনা অনুশাসন মূল্য শিক্ষা অনুরাগ।
××××××××××××××××××××××××××××××××××××××××××
বাণী: বিধাতার এমন এক অনন্য অতুলনীয় চমৎকার কিছু ঘটনার আর্বিভাবে অপূরণীয় জাগ্রত চেতনা উদ্জীবিত করেন। মানুষের অপকর্মের অবসান আবার ঐ'বিশেষ বৈশিষ্ট্য দ্বারা প্রেরিত মানুষ দ্বারাই অবসান ঘটায়ে কুলশ মুক্ত করেন। বাংলার ইতিহাসে সেই মানুষটিই ছিলেন বঙ্গবন্ধু মহান নেতা ও রাষ্ট্রের দূর্বিসময়ের অগ্রণী হিতকর হালধরা কান্ডারী এককথা অসাধারণ অদ্বিতীয় ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান, বাংলার জনগণের মুক্তির আলোকবর্তিকা নিশানা। আজীবন মানুষের মাঝে রইবেন বেঁচে। আছেন থাকবেন। রইবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তর। বঙ্গবন্ধুর মতন একনিষ্ঠ্যতা সম্পূর্ণ বলিষ্ঠতা নির্ভীক দীপ্ত চেতনাময় এই প্রজন্মের শিশুকেই বাংলাদেশের খুবই প্রয়োজন।