ইচ্ছা হলেই
            করবে পণ
দীক্ষা নিতে
            সেই আগ্রহে।
মনটা তোমায়
             সংগোপনে করবে
জীবনটাকে সাঁজাতে
             অধীর চিত্তের

ঐ'সেই সংকল্পের।
             ইচ্ছা আছে
নেই আগ্রহ
             হবে কি
লাভ ইচ্ছাতে?
             মানুষ যদি
চাও হতে
             ইচ্ছার সাথেই

আগ্রহকে জাগাবে!
             তা না
হলে ইচ্ছার
             সাথে আগ্রহও
এক সময়ে
             হারায়ে পথে
বসে মাথাতে
             হাত দু'টি
দিয়ে হা-হুতাশে
            জীবন কাঁটাতে

হবে ঐ'মনটিতে।
            সেই ভাবনাতেই
আগ্রহ - ইচ্ছা
             নাও আপনত্বে।
তাই তো
            তুমি দেখবে
হয়েছো জয়ী
           এ'জগতেরই তরে।
তবেই আগ্রহ
            ইচ্ছাকে হাসাবে।
===***===
===***===
বাণী: আগ্রহটা ঐ'সময়ই কার্যকর রুপ ধারণ করে যখন একটি মানুষ তার উপযুক্ত করনীয় কাজের ইচ্ছা পোষণ করে থাকে। ইচ্ছার সাথে যদি আগ্রহের প্রেষণা কাজ না করান তাহলে সকল প্রকার ইচ্ছা নিমক প্রচেষ্টা বৃথা ও অযথা সময় নষ্ট করার সামীল।