আমরা বাংলার দামাল সন্তানেরা
বলি কথা করি আচার-অনুষ্ঠান!
লেখি কবিতা, গল্প, ছড়া, সিনেমা,
সাহিত‍্য, উপন‍্যাস, নাটক-রম‍্য!


বাংলা আমাদের মাতৃভাষা হ্নদয়টি
প্রতিটি বছর ঘুরে আসে পাবন।
পহেলা বৈশাখ স্মরণীয় বাংলা এক
বাংলার বাঙ্গালী শক্তি চেতনা।


ভাষা শক্তির অসাধারণ প্রেরণা আজ
বাংলা ভাষার বাঙ্গালী আমরা।
তাই তো বৈশাখ মানে বাংলা প্রতিটি
ঘরে ঘরে আজ নবান্ন উৎসব।


সকল উৎতাল উন্মাদনা দামান সন্তান
শিশু কিশৌর আবাল বৃদ্ধ সর্বোত্র!
মেতে উঠেছে বৈশাখী স্মরণীয় রাখতে
দীপ্তমান চেতনা মহানন্দ উৎফুল্ল।


সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ‍্যালয় আজ
শিক্ষক ছাত্র-ছাত্রীদের পদচারণা'
মুখোরিত বৈশাখী অনুষ্ঠান পোশাকেই
হাসি কোলাহল প্রেম রণাঙ্গভরা।


আজ বৈশাখী এই বৈশাখী ছিল পরাধীন
বরবর জাতিতে বৃট্রিশ ও পশ্চিমা..
দেশ পাকিস্তানী শাসক শিকল শাসনে
বাংলা মায়ের প্রাণ ছিল আত্মনাদ!


সেই তো ভাষা আন্দোলন আর রক্ষা
বাংলার ঐ'তির্য্যের মর্যাদা অমূল!
বাংলার জনতা পর্ব-পাবন উৎসবের
আমরা বাঙ্গালী বাংলার স্বাধীনতা।


বহিঃশত্রুর হাত হতে রক্ষায় ভাষা হয়
সেই দেশ রক্ষার মূলচাবী কাঁঠী!
সেই কথাটি আমরা জানা প্রজন্মরাও রই
একই সহমত নবান্ন উৎসব বৈশাখ!
××××××××××××××××××××
বাণীঃ চলমান..