চলো রে সকল মুসলিমেরা যাই ঈদগাঁহে
আজ পবিত্র রমজানের ঈদ!
পশ্চিম গগণেরই মসজিদ হতে মোয়াজ্জ্বিন
হাকছে সুমধুর ডাক ধ্বনি।


ঈদ মুবারক!  ঈদ মুবারক!  ঈদ মুবারক!
                  !!!ঈদ!!!
ইমাম সাহেব ডাকেন জলদি আসুন মুসল্লিগণ
ঈদের জামাতের আর মাত্র কয়েক মিনিটবাকী!
লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক; লা-হাওলা ওয়া
কুয়াতা হিল্লাবিল্লাহিল হামদ্! তিনবার পাঠ করা।


আল্লাহর নাম স্মরণে রাস্তার এক পাশ্ব দিয়ে ঈদ
গাঁহে উপস্থিত হতে হয়। উক্ত নিয়মে একনিষ্ঠ‍ার
সহিত জিকিরের সূরতে চলমান মমিন বান্দারাই
পবিত্র ঈদের হক কায়েম করে থাকেন,;যা অবশ‍্য
পালনীয় সকল মুসল্লিয়ান একরাম গণের জন‍্যই।


তাই তো আজ অনেক খুঁশি মনটিতে একে অপর
ঈদের নামাজ শেষে পঁড়শি বাড়ীতে কুশলবিনিময়
হালকা মিষ্টিমুখ সাথে ঝালেরই ছোঁয়া বিদায় পর্ব
এমন করেই সৌহার্দপূর্ণতা বজায় সংরক্ষণ মনুষ‍্য।


আ-হা-ঈদ-পালন-রোজা-শেষে-সিয়াম-সাধনের
তাৎপর্য কত যে ভালো লাগা স্মৃতি সুমধুর মিলন!
ঈদ যেন স্মরণ করিয়ে দিলো মানবতায় আগামী
বৎসর আসবে মহানন্দ খুঁশির জোয়ার বয়ে নিয়ে।


আজ ঈদ মদিনার ঘরে আনন্দ; আজ ঈদ অনেক
খুঁশি সকল মুসলিম জাতি।। হে আল্লাহ্ ঈদ উৎসব
সাঁজায়ে রাখবে সকল তরে প্রার্থনা আমার রইল
তোমার প্রতি, রহমত দিও আমাদের সদাসর্বোত্র।
*****************************
বাণী: ঈদ এক অতুলনীয় অত‍্যান্ত পবিত্র সামাজিক ধর্মীয় উৎসব ও মুসলিম জাতির চমৎকার দিনক্ষণ সাক্ষাৎ মিলন মেলা। এমন সময় একে অপরের সহিত মুলাকাত মত বিনিময়। যা কখনো সচারাচার সম্ভব হয় না। তাই তো এই দিনটিতে সকল প্রকার হিংসা বিদ্বেষ ভূলে ক্ষমা করে মুসলিম ভাই ভাই সেতু বন্দনে আবদ্ধ হওয়ার কথাই পবিত্র ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে। আসুন আমরা ঈদের হক আদায় করি। সুন্দর মন মানুষ হই। তবেই ঈদ উদযাপন সঠিক ভাবে পালনীয়। অন‍্যথায় নয়।