এ'ধরাতে এসেছিলে একদিন
               উষার আলোক বর্তিকা নয়নে।
তুমি সত্যই বিধাতার দয়াত্রে
              বাংলার বাংলা সাহিত্য জাগ্রত।


এক অসাধারণ জ্ঞান সৃষ্টিরই
              অনন্য অসাধারণ কবি বাঙ্গালী।
কঠিন জীবন সায়ান্নের মুক্তির
              পথের সন্ধানী বাংলার মানুষকে।


কবি কবিতা রচনা জ্ঞানমানে
              এই দেশের সাধারণ মানুষকে'
অসাধারণ দীক্ষায় শিক্ষা মান
               চরম প্রতিকূলতা উপেক্ষা প্রেত।


জীবনের গতি থামায়ে রাখেনি।
               সেই চরম ইচ্ছাশক্তি আজকের
জাতীয় কবি বাংলার রত্নগর্বের!
               গুণি সম্মাননাজন একে একক!


কবি কাজী নজরুল ইসলাম।
                আজ সেই ১৮৯৮সালের ২৫-
শে মে জন্ম বর্ধমানের চুরুলিয়া
                 গ্রামেে, ১৯৭৬ খ্রীষ্টাব্দের ২৯শে'


আগষ্ট এসেছিলেন ঢাকার অন্তর্ধ্যানে।
                আমরা তাকে বিদ্রোহী কবিবরণে
আজীবন স্মরণে মনের অন্তধামে'
                পোষণে চিরস্মরণীয় করে করছি,


প্রতিটি ক্ষণে স্মৃতিচারণ বিনম্রশ্রদ্ধা
                বাংলার প্রতিটি কবিগুরু সাহিত্যিক
সংশ্লিষ্ট্য সকল আপামোর জনতা'
                সত্যই প্রকৃতই অমর সৃষ্টি জাতীয়'


কবি কাজী নজরুল ইসলাম সেই।
                অনুপ্রেরণাতে নতুন কবি আর্বিভাব
সৃষ্টির অনুপ্রেরণা জাগ্রত কবিদের
                 তুলনা নেই তাঁর এ'ধরাতেরই বুকে।


কোন কালের অন্যকোন মানবের।
                 সে এক অনন্য অসাধারণ একসত্ত্বা।
স্মরণীয় এ'দিনে বিনম্রশ্রদ্ধায় ভক্তি'
                 অবিস্মরণীয় অবিচল স্মৃতি চারণে।
×××××××××××××××××
বাণী: প্রকৃত মানুষ তার কর্মময় জীবন দ্বারা এমন সকল কাজ সমাজে করে রেখে যাবেন। যারন্যায় আজীবন মৃত্যুর পরও সকল মানুষের মাঝে বেঁচে থাকার নামই হল আজীবন জীবিত থাকা। সেই মানুষেরাই গুণিজন।