অনেক কথাই বলা যায় না'রে
যা কিছু রয় মনের মাঝে সেই!
জীবন চলার পথ সুগমনে বিঘ্ন
আপন পর কে হয় বোঝা দ্বায়।


সোনার হরিণ ধরা বড়ই দূষ্কর
অর্জনেও হয় শতকষ্ট বেদনার।
কত কষ্ট করে অর্জিত বিধাতার
নিকটে একটু পরিত্রাণ আছান।


অনেক কষ্টের কাঁঠকড় পুঁড়িয়ে
জীবন নামক সাধনা ফল লাভ!
হয়তো বা আশা জাগায় বা নয়
কতটাই সংশ্বয় জাগা ঐ মনটি।


কখনো সখনো মিছা স্বার্থ টান
আপনও হয় পর; পরও আপন।
সত্য কথায় বেজার সকল কূল
অসত্যের পূজারী নর-নারী সব।


যাদের জন্যে সারাটি জীবন বলি
আর সেই তারাই পরিশেষে দেয়
শত গ্লানী সর্বো শেষে উত্তম মূল্য
অপবাদ ঝুড়ি ঝুড়ি গালিচা অমূল্য।


হায়রে কপাল মন্দ; চোখ থাকতে
অন্ধ; সবই যেন জীবন মূল্যহীনে।
সকলেই সুবিধাবাদী হোক সে পিতা
নয় হোক সে মাতা যে কেউ মূর্খরা।


এমন করেই জীবন সঠিক পথ দীক্ষা
সততা সভ্যতা বিকাশ নিজস্ব চলনে।
অপূর্ব ঊষার আলোক ঝলমল রেখে
পিছনে পিছুটান নয়তো দেখা প্রত্যয়।


জাগ্রত উন্নত মনন শীলতার বিশ্বাস
বুকে চেপে রেখে আলো জ্বলাতে রই।
হতে পারি যেন প্রকৃত মানুষ উপযুক্ত
এ'ধরার বুকে মানুষ মনুষ্যত্ব বিকাশে।


তাই তো সকল বেঈমান মুনাফেক
ঠেলে পিছনে এগিয়ে সামনে সুউচ্চ!
কে পাশে থাকলো আর কে থাকলো না
ঐ'সমস্ত না তাকায়ে চলি নিজ গতির।


কেহ কারো অপরাধ স্বীকার করে না
সকলেই মহা পাপ করেও বলে বেশ!
হিতে বিপরীত সকল অপরাধীরা এক
ওদের দেখা মনে হয় বিধাতা হতবাক।


কেউ আসতে চায় না আমারই নিকটে
নিজ মাও নয়; থাকতে চায় বদের লাঠী
ছোট ভাইদের নিকটে। তারা যখন করে
অপরাধ সীমাহীনে এখন দেখা দিল মা।


মা জননী আপন জন; সেই মা এসে্ছে
বাসাতে। অনেক ভাল লাগছে হৃদয়টি।
ঢাকার শহরে বসবাস; মা যেন থাকবে
ঘুরবে পড়বে নামাজ কালাম দোয়া মন।


আর্শীবাদ করবে একান্তই আপন জানাতে
ভালো লাগবে মায়ের কষ্টের জীবন মূল্য।
তাই তো বাসাতে মা এসেছে লাগছে ভাল
দোয়া করি মা যেন রয় আমাদের ঘিরেই।


দু'টি বিজয় যেন একত্রের অবসান সমতা
মায়ের আগমনে মহা খুঁশি পছন্দ বিজয়!
প্রিয় ফুটবল যাদু আর্জেন্টিনার বিশ্বকাপে
একদূর্দান্ত জয়ের মাল্য অর্জন মহানন্দা।
×××××××××××××××××××××××
বাণী: মায়ের মতন আপন কেউ নেই এই ত্রিভূবণে কথাটি যেমন সত্য। তেমনি মূল্যবানও বটে। মাকে শ্রদ্ধা করা। খোঁজ খবর রাখা। প্রতিটি নর-নারী সকলেই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। যা অতুলনীয়।