প্রতিটি বছর যখন ছাব্বিশে মার্চ আসে
মনে পড়ে ঊনিশশত একাত্তুরের কথা।
দেশ স্বাধীনতার স্মৃতি-বিজরিত বিজয়ে
রক্ত বিনিময় অর্জিত বাংলার ইতিহাস!


দেশের পক্ষে কে কথা বলেছিলেন জানি?
তিনি ছিলেন বাংলার গর্বিত সুউচ্চ মন!
ধীর মনোবল নেতৃত্ব সেরাজন গুণি মন‍ুষ‍্য
তারই নেতৃত্বে বাংলার দামাল সন্তানেরা!


এনেছেন ছিনিয়ে পশ্চিম পাকিস্তানীদের
বর্বরতার সঠিক জবাব পূর্ব বাংলা জয়।
স্বাধীনতার অনন‍্য শোভা সার্বোভৌমত্বের
ভিত্তিমূল রচনা মুক্ত মন মুক্তি বাংলাদেশ।


আসলে কি বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে?
হে স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ!!
পেয়েছি বটে আমরা বাঙ্গালীরা সার্বভৌমত্ব
এ'বিজয়ে অনেক ঈষান্মিত সহযোগীরা।


তাদেরই স্বার্থে পাশে ছিল মিত্ররা বাংলার
কেউ কারো স্বার্থ সিদ্ধি ব‍্যতিত রয় না!
রয় কি কেউ কারো পাশে জেনে রাখা চাই
দেশ জনতা বাংলার উপকার ভোগীরা।।


স্বাধীন বাংলার সন্তানেরা এ'দেশ জনতার
আমাদের যারা বাংলার দামাল সুসন্তানেরা
প্রাণ বিনিময় এনে দিয়ে গেছেন স্বাধীনতা
এই স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখা চাই!


দল মত নির্বিশেষ বাংলার সকল জনতা
দেশের স্বার্থ সংরক্ষণে কোন দল মত নয়।
দেশ ও দেশ জনতার স্বার্থে আমরা একই
দলভূক্ত অসাধারণ অনন‍্য অপূর্ব মনুষ‍্যত্ব।।


সেই সুবিবেক বিবেচ‍্য বিদ‍্যতাপূর্ণ বিজ্ঞরা
বাংলার সুনাগরিক ও সুসন্তানেরা দেশের
জন‍্য নিবেদিত হবে। যতই অন‍্যদেশ নিতে
চাউক না কেন তাদের স্বার্থপরতা চাওয়া!


দেশ প্রেম থাকলে দূরসাহসিক অন‍্যদেশ;
বহিঃদেশ যতই তেরে আসুক উন্নয়নের ও
স্বাবলম্বিতায় হিংসার চোখ ছুঁড়তে চাউক না
দেশপ্রেমিক হতে কখনো অশুভ সফল হয়।


তাই তো স্বাধীনতার দিনে মনে পড়ে দেশটি
যেন সাহসিক দেশপ্রেমিক দেশ জনতা চায়।
আমরা হবো দেশেরই জন‍্য নিবেদিত প্রাণটি
স্বাধীনতা অক্ষুন্ন রক্ষা অবধারিত এ'বাংলার।


আমরা বাঙ্গালী সকলেই এক ও অনন‍্য হ্নদয়
থাকবো সুখ-দুঃখে স্বাধীন বাংলা ভাল বেসে।
আমরা শিশু-কিশোর-কৈশোর-আবাল-বৃদ্ধ-
বয়সন্ধি-সকলেই একই ছায়াতল সার্বভৌমত্ব।
***************************
বাণী: স্বাধীনতা লাভ করাটা যতটা না সহজ। তার চেয়েও বেশি কষ্টকর ঠিকায়ে রাখা। দেশ প্রেম ব‍্যতিত স্বাধীনতা ঠিকিয়ে রাখাটা কোন অবস্থাতেই কার্যকর ব‍্যবস্থা নয়। তাই দেশ প্রেমে সকল বাংলার জনতাই একমত হওয়াটাই অবধারিত ও কাম‍্য।