ঐ'তিহাসিক ভাষণ দিন যেন চির স্মরণীয়
সেই ভাষণ যেন বাংলার জনতা মুক্তি!
অসাধারণ এক অনন্য দীপ্তমান চেতনাময়
বাংলার কান্ডারী অতি মহা বিজ্ঞ জন।


বাংলার মানুষের পরাধীনতার গ্লানি ধূঁয়েই
শুধুই ক্ষান্ত হননি! নিজেও সর্ব শান্ত।
স্বপরিবার বড়, মেজ ও ছোট ছেলে রাসেল
এমন কি দোষ ছিল ছোট ছেলেটির?


ওরে অবুঝ ঘাতে সৃষ্টি হয় প্রতিঘাতের ক্ষত
আজ যাকে করলে বিনা দোষে আঘাত!
আগামী ঘা খেতে তৈরি থাকো তোমরা সকল
তাই তো আজ দেখছি এ'বাংলার বুকে।


তোমরা ঐ'সে সময় ছিলে স্বাধীনতা বিরোধী
করেছিলে নিঃশস্বংস ভাবে হত্যাজ্ঞ কান্ড!
আজ কিন্তু সেই পরিবার ঠিকই ভোগ করলে
ঐ'সেই সময়েরই অপরাধ করার ফলভোগ।


৭ই মার্চ সর্বকালে সর্বোশ্রেষ্ঠ ভাষণের এক
সুবলিষ্ঠ সুচ্চারণ বাংলারই উৎকৃষ্টমান!
সুসন্তান সর্বশ্রেষ্ঠ মহান নেতা যিনি বাংলার
জনগণের ছিলেন প্রকৃত নেতা সর্বজন!


এককথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি
রেডক্রোস ময়দানে স্বাধীনতা পূর্বাভাস!
বাংলার আপমোড় জনতাকে একত্রিত যার যা
আছে তা নিয়ে ঝাঁপায়ে পড়বে শত্রুপ্রতি!


আজ আমরা বর্বর জাতি পশ্চিম পাকিস্তান হতে
মুক্ত। আমরা আর পরাজিত নই; আমরা
বিজয়ী বাংলার মানুষ ও বাঙ্গালী। তাই তো আজ
আমরা স্মরণ করি ঐ'মহা নেতা বঙ্গবন্ধুকে।×××××××××××××××××××××××××


বাণী: সভ্যতা বিকাশ লাভ সবাই করতে পারেন না। সভ্যতা বিকাশে বিধাতার দয়া ও সেই মতন একনিষ্ঠ্যতায় দীপ্তমান প্রকৃত নিঃশর্ত ও নিঃস্বার্থক দেশ প্রেমবোধ থাকাটা প্রতিটি মানুষের মধ্যে থাকাটা অবশ্যই বাঞ্চনীয়। অন্যথায় দেশপ্রেমিক হওয়াটা সহজ নয়। যে দেশ প্রেম ও দেশাত্মবোধ ছিল মহান নেতা দেশ দরদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের মধ্যে। এমন বীর সেনানায়ক মহাকাল আর দ্বিতীয় এ'বাংলায় জন্ম নিবেন না। বিনম্র শ্রদ্ধ্যার সহিত স্মরণে রাখবো তাঁকে আমরা বাঙ্গালী জাতি। সেই না স্বার্থক বাংলার সুসন্তান।