আজ আমি খুব খুঁশি; অনেক ভাল মনটি
একটি নিমন্ত্রণ পেয়ে, গেলাম ছুটে।
নতুন একটি মসজিদ উদ্ধোধনী অনূষ্ঠান
দৃষ্টি নন্দন খুব আকর্ষনীয় মনে ধরা!


প্রায় হাজার মুসল্লিয়ান একরাম আগত
অপেক্ষিত সকল জ'না বেশ সমাগম।
স্বাগত বক্তব‍্যে আমন্ত্রণ জানান আমাকে
ডাকে সারা পেয়ে ছুটে যাই বক্তব‍্যে।


মাউথ হাতে সৌভাগ‍্য বলে কথা শতশত
মুসল্লিয়ান একরাম মাঝে ধর্মীয় ধারা!
সালাম প্রদর্শন মাধ‍্যম শুভসূচনা শুভমন
খুঁশিতে বাক বাক কুম কুম তাই খুঁশি।


জুরালো বক্তব‍্য শুভসূচনায় বিনম্র শ্রদ্ধ‍া
জানাই হযরত মুহাম্মদ (সাঃ) কে।
যিনি শত আঘাত মধ‍্য দিয়ে প্রতিষ্ঠিত
করেন মসজিদ ধর্মীয় উপাসনালয়।


পবিত্র কুরআন শরীফ নাযিল করেন
মহান আল্লাহ্ তাওয়ালা উনার উপর।
উনার মাধ‍্যমে হিরাপর্বত গুহাতে সেরা
ধর্ম অর্পিত হয় মানবতার কল‍্যাণেই।


তাই মসজিদ করলেই হবে না ধরে রাখা
সভ‍্যতা বিকাশ যুগযুগ সব মানুষের জন‍্য।
যারপর পরন‍্যায় বাংলাদেশ প্রতিষ্ঠিতজন
গুণি সেই মহান ব‍্যক্তিত্ত্ব সন্মুখ যোদ্ধা!


অত‍্যান্ত সুকৌশল বুদ্ধিদীপ্ত জনতা প্রেম
দেশ ও সাধারণ মানুষের অকূতভয়ের'
অপূর্ব রণাঙ্গন কূটনৈতিক সুকৌশলী
এই দেশ জনতার স্বাধীনতার স্তপতি।


তিনার প্রতি বিনম্রশ্রদ্ধা জ্ঞাপনের মধ‍্য
দিয়া সেই সাথে মাতৃভাষা রক্ষাকবচ!
ভাষা সৈনিকদের প্রতিও স্বশ্রদ্ধাজ্ঞাপন
বর্তমান সমাজ ও শান্তমারিয়াম ব‍্যবস্থা।


ধন‍্যবাদ সকলকেই জানাই শুভকামনা
এমন দিনটি আসবে অভাবনীয় মনটি!
পূরণে রইল ভরপুর অভাবনীয় স্বপ্নের
শুভউদ্ধোধনী ধর্মীয় উপাসনালয় ভিত্তি!


সকলেরই দোয়া কামনায় শান্তমারিয়া
ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম‍্যান মরহুম
একরামুম (বীরমুক্তি যোদ্ধা) স্মরণে
তিনার স্বপ্ন বাস্তবায়নে ছোট ভাই হতে।


হে আল্লাহ্ কবুল করুন ঐ'মসজিদটি
হেদায়েত নসীব যেন পায় মুসল্লিগণ।
সারাটি জীবন ভাল কর্মফল হিসাবে
ছওয়াব পান যেন একরামুম বীরযোদ্ধা।
***********************
বাণী: মানুষ আগে মসজিদ হও। অপরের হাতাল ঠেঁলা বন্ধ কর! পরের হক নষ্ট করে, সেই অর্থ পাহাড় গড়ে। ঐ'পাহাড়ের সিন্দুক ভেঙ্গে মানব সেবা বোধগম‍্য কি হতে পারে কোন কল‍‍্যাণ; এহকাল পরকাল? তাই  সময়ের কাজ সময় করা ও জীবিত থাকাবস্থায় সত‍্য-নিষ্ঠার পথে হাটা। এতে মসজিদ যদি গড়া নাও যায়। তবু জীবনে অকল‍্যাণ আসবে না।