আজিকের সন্ধ‍্যা রাত্রী হতে ভোর চারটা
কোথায় সেই কাতার রাষ্ট্র আয়োজক!
হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা বিশ্বসেরা
খেলোয়ার অংশ গ্রহণ প্রিয় দেশ দর্শক।


আমি বাঙ্গালী প্রিয় দেশ আমার বাংলা
এই দেশ ও দেশের সকল মানুষ সুন্দর।
ভালোবাসী নিজ দেশকে আপনত্ব হ্নদয়
এ'দেশের দামাল ছেলেরা অনেক সাহসী।


আমরা উনিনশত একাত্তুর এর যুদ্ধে জয়ী
স্বাধীনতা অর্জিত অপূর্ব সুখের ঠিকানাটি।
সার্বভৌমত্ব রচিত অধিকার ভিত্তি শিকড়
আজ আমরা স্বাধীন রাজ‍্য নাগরিক মনুষ‍্য।


পরাধীনতা আর নয় কোন রাজ‍্যের শাসন
শিক্ষা-দীক্ষা-কর্ম-দক্ষতা-যুদ্ধ-সংঘাত-সম।
খেলাধূলা প্রতিযোগিতা প্রতিযোগী পর্বদল
পরিচিতি লাভে ধন‍্য সকল দেশ উজ্জ্বলতা।


বাংলার দামাল ছেলেরা ক্রিকেট খেলায়
বিশ্ব পরিচয় বিজয়ী অর্জন সেরা চেতনা।
চিনেছে বাংলাদেশকে রূপসী রূপ বাংলা
সাবগেইমস বিজয়ী সেরা মানবীখেতাব।


অর্জন অর্জিত সকল দেশ পরিচিতিতেই
অসাধারণ চেতনার চমৎকার সুন্দর ঊষা।
একটি স্বপ্ন এখন পূরণে অপেক্ষমান স্থপ্ন
বাস্তবায়ন বাংলার ছেলেরা ফুটবল প্রেমি।


দর্শক হয়ে আর কতদিন দেখবো দেখবে
আর্জেন্টিনা-ব্রাজিল দল ভক্ত গুণকীত্তর্ণ।
টানটান উত্তেজনা গ‍্যালারী হইহুল্লোরের
এতো প্রিয় ফুটবল জনতা বাংলা বাঙ্গালী!


বলি শোন!
বাংলার সন্তান আমার এখন নেই সময়
আমার বয়স বেড়ে গেছে তবুও চাইতো
যদি হতে পারতাম ভালো ফুটবল প্লেয়ার
বিশ্ব চিনতো বিশ্বকাপ খেলায় অংশ গ্রহণ।


প্রজন্মরা শুনে রাখো দীক্ষা নিও হবে ভাল
ফুটবল খেলোয়ার হতে; তবেই না দর্শক!
হতে পারবে প্লেয়ার সারির এক অপূর্বেরই
কেন বাংলার দামাল সন্তান আক্রোশ নেই?


এমন একটি ফুটবল দল গড়ে উঠবে বিশ্বে
হয়তো আমি যাবো না দেখে তোমরা পাবে
সফ। তোমরা ভোগ করবে বিজয়; স্বাক্ষর
রাখবে ইতিহাস রেকর্ড বাংলা বাংলার রূপ।


এ'দেশের অধিকাংশ সন্তানেরাই ফুটবল ভক্ত
বিশ্বকাপ বিনোদন সেরা আনন্দঘন জনতায়।
সেই দেশ বাংলাকেই তেমন চেনে কি সন্দেহ
তারপরও আমরা ভক্ত ব্রাজিল-আর্জেন্টিনার।


চলমান--