তখন আমার বয়স ১৩/১৪ এমনই হবে
অষ্টম শ্রেণিতে অধ‍্যায়নরত স্কুল শেষে!
বাড়িতে যেয়েই হাত ও মুখমন্ডল ধৌত
কোন মত যৎসামান‍্য নাস্তা খেয়ে যেতাম
খেলার আসর পরানপুর ফুটবল মাঠেতে।


তখন কার দিনে বিনোদন বলতেই ফুটবল
হা-ডু-ডু-ভলিবল-বাসকেটবল-ক্রিকেটের
নামই অনেকই অজানা ছিল বর্তমান জনপ্রিয়
আধুনিক প্রপুলার নারী-পুরূষ সকলেই বুঝি
এমন খেলা কথাটি নব্বই দশকে এ'দেশে।


অস্টেলিয়া নিউজিল‍্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তানসহ
আরো নাম জানা দেশ সমূহের অসাধারণ এক
অভিনন্দিত খেলা ও চমৎকার ফিল্ডিং-কেচটি
দেখা যেন চোখ ধাঁ ধাঁ নো অর্জন ব‍্যাটসম‍্যান।


অর্জন সেরা আজিকের বিশ্বজয়ের সেরা প্লেয়ার
সাকিব আল হাসান, মাশরাফী বিন মর্তূজা!
আরো অনেকেই এ'দেশ বাংলার। ভারত বর্ষের
সৌরভ গাঙ্গলী, পাকিস্তানের ইমরান খাঁন আরো
ওয়াসিম আকরাম এশিয়ার অনেকেই নাম করা।


ফুটবল প্রিয় আমার খেলা আমিও পছন্দ করি
মহামেডান প্রিয় জাতীয় দল কায়ছার হামিদ!
কানুন গোলকিপার ভারী চমৎকার ঝাঁকড়া চুল
অধিকারী অসাধারণ গোল রক্ষক মুগ্ধ কিপার।


আবাহনী ক্রিড়াচক্রও জাতীয় দল আরো রয়
সহযোগী দলবল আরামবাগ, শেখ কামাল!
শেখ রাছেল, বসুন্ধরা, কিংশূক, নাম না জানা
বিনোদন এক অনন‍্য মহাকাশ জয় আনন্দিত।


আমিও খেলা পাগল ছেলে বেলা প্রিয় মনটি
একজন ভালো খেলোয়াড় হবো ফুটবলের।
হকি লেখাতেও মন্দ নয়! সেনা টিম খেলেছি
সৌভাগ‍্য যেন বক্সিং ও ফুটবল স্পর্শ পেয়েছি।


ব‍্যাটমিন্টন বেশ খেলি আজও দশজ'না হতে
কম কি! হে বিধাতা মন যেন দিয়েছেন প্রাণ
মাঝে একদম আপন পেয়ালা ভরপুর সেরা।
অনেক প্রাইজ দেশ দশ জয় লাভ মুগ্ধ ভরা।


বিকাল বেলা খেলাধূলা শেষে বাড়িতে ফিরে
দেখি মা জননী রান্না ঘরে তৈরি করছে পিঁঠা!
নাম চিতাই পিঠা সাথে গরুর গোস্ত ভূনা আহা
জিহবাতে জল টলমল কোন মত ফ্রেশ হয়েই
চুলা তলা হতে খাওয়া শুরু। পেট ভরে ভক্ষণ।


মায়ের হাতের তৈরি পিঠা মাকে অনন‍্য সুউচ্চ
মর্যাদায় পরিপূর্ণ সুন্দর যোগ‍্যতা প্রাপ্তি সম্মান!
সন্তানেরা পায় সুখ মর্ম ভালোবাসা স্নেহ মায়া
এমন করেই শত বিকাল পার করেছি মায়াময়।
মায়ের হাতের পিঠা অন‍্যান‍্য খাবার চির চেনায়
আজীবন আপন করে রাখে সর্বক্ষণ জীবনটিতে।
****************************
বাণী: একজন ছাত্র-ছাত্রী হিসাব পড়ালেখার পাশাপাশী অবশ‍্যই শরীর চর্চার বিকল্প নেই। তাই খেলাধূলায় পারদর্শিতায় মনোনিবেশ একান্তই অপরিহার্য।