ঐ'সেই দিন বিকাল বেলারই কথা
মনে পড়ে কি তুমি আমার দু'জন!
হঠাৎ দেখা চোখে চোখ পরখ মন
মায়া মাখা হরিণী নয়ন দু'টি ডাক।


কোকিল কন্ঠি শোভা যেন আপনত্ব
এতোটা প্রিয় প্রেম শিহরণ জাগ্রত!
সত‍্যই ভালোবাসা ঐ'বুঝি বুঝেছি
আগে কখনো হয়নি বুঝমান অন‍্য।


তুমি এমন করেই বললে সে'দিন
আমিও কমটি বলতে পিছু হটিনী!
দেখা শোনা হঠাৎ মন বলছে প্রেম
দেখা দিচ্ছে প্রেমমন প্রেমিকা চরণ।


পথে হয় দেখা পথ মাঝে মন জয়
তুমি আমি সর্বোত্র সৌখিন হ্নদয়।
এক বিকাল বেলার গল্প রয় স্বপ্ন
সুন্দর অপূর্ব প্রাণ বিকাল দু'জনা।
********************
বাণী: যত বিকালই মানব জীবনে আসুক না কেন।সব বিকাল শুভবিকাল হয় না। যতক্ষণ না মানুষ সুবিবেকবোধ দিয়ে নিজকে গড়তে না পারে। তাই মানুষ হিসাবে জীবন মূল‍্য বুঝেই উচ্চাঙ্খার সব বিকাল শুভ বিকাল সাধ গ্রহণ করতে প্রকৃত অর্জন মন হওয়া। অন‍্যথায় শুভবিকাল ধরতে দ্রুহ ব‍্যাপার।