ঐ'দেখো!
আল্লাহর সৃষ্টির বিশাল আকাশটি
কেমন করে দাঁড়ায়ে আছে?
খুঁটি বিহীন সুউচ্চেরই দন্ডায়মান
ভাবতেই অবাক হওয়ার রয়!


আকাশের রঙ নীল সাথে সাত রঙ
অনুভব করি আমরা মানুষরা!
ভাবতেই জ্ঞান পরিচয় বিজ্ঞানেরই
আবিস্কার চেতনা মানুষ সকল।


মনটাকে করতে চাইলে অনেক বড়
খোলা আকাশের দিকে তাঁকাও।
সংকীর্ণতা দূরে মুছে ফেলে উদ্ভাসিত
হ্নদয়টিকে করো পরিশুদ্ধ দেখবে!


বিশাল আকাশ তোমার সনে বিশালতা
বিলায়ে বলছে কথা আপন মনে।
বুঝবে তখনই যখন তুমি আকাশ খানা
আপন করে নিতেই সক্ষম হবে।


আকাশের সৌন্দার্য শুধু ভোগ নয় তো!
নিতে জানতে হবে জ্ঞান আহরণ।
কত কথা বলে আকাশ; গল্পেও সেরার
বিনোদন প্রকৃতির রহস‍্য বোধগম‍্য।


আমি আকাশকে ভাল বাসী আপন মনে
উড়তে চাই বিধাতার রহমত নিয়ে।
আকাশ তলে বসবাসরত সকল দেশটি
আপন করে দেখবো বলে তাই।


আকাশের নিকট অনেক চাওয়ার থাকে
গল্প জানলে গল্প বলা যায়।
উত্তর জানা থাকলে পরিশুদ্ধিতাও মেলে
থাকে না কোন সাক্ষী তথ‍্যতা।


মানুষ হলে এমন করেই কথা হতে পারে
গবেষণা লব্দ অসম্ভব কাব‍্যিক।
কইবো কথা আপনত্ব আকাশ খানা সহিত
মন প্রসন্নতা প্রকাশ পাবে শত।
*************************
বাণী: আকাশ এটা সত‍্য প্রকৃতির অবলীলায় নিয়ন্ত্রিত। তবে মানুষেরই কল‍্যাণে বহমান। আল্লাহ্ সকল মানুষের কল‍্যাণেই আকাশ সৃষ্টি করেছেন। যা আমরা মানুষরা শুকুরিয়া আদায় করাটাই অবধারিত।