আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশ
অর্জিত শত মায়ের ছেলে হারা বুকটি!
আহাজারী ভরা ক্ষত মাতৃভাষা অর্জন
মায়ের ভাষা বাংলা রক্ষায় নিবেদিত।


অহংকার জাগে বিরহ বেদনা আত্মা
করে গেছেন মৃত্যুঞ্জয়ী অমৃত অর্জন।
সেই আত্মত্যাগী বীর মাতৃ সন্তানেরা
গর্ব এ'মাতৃভাষা; বাংলাদেশের স্বপ্ন।


প্রতিটি বছরেই আসে ফেব্রয়ারী মাস
মনে পড়ে একুশ নাম জবে শোকাহত'
বাংলা ভাষার মর্যাদা অক্ষুন্ন রক্ষার্থের
এক দীপ্ত চেতনা আত্মত্যাগ বিনিময়।


সেই সকল মহান বীর ভাষা সৈনিক
শহীদের প্রতি সমবেদনা সমেত মন!
সালাম, রবকত, রফিক, জব্বার,শফিউর
স্পট যুদ্ধে শহীদ হন দীপ্তমান ভাষাসৈনিক
সহ যোদ্ধা আব্দুল আওয়াল ও ওহিউল্লাহ্!


অমর একুশে ফেব্রুয়ারী বিনম্র শ্রদ্ধা
জানাই ঐ'সকল ভাষা সৈনিক প্রতি!
যারাই রেখে গেছেন স্বাক্ষর বাংলায়
দিয়ে গেছেন মর্যাদা মায়ের ভাষার।
××××××××××××××××××××××××
বাণী: ভাষা আন্দোলন একটি দেশ ও দেশের মানুষের অতিউত্তম অধিকার বাকশক্তি। যার বিনিময়ে একটি দেশ জাতি সত্ত্বাকে সহজেই পরিচিতি লাভ করে থাকে। যা ঐ'দেশ বা রাষ্ট্রের মূল সত্ত্বাধিকার অস্তিত্ব বা একক দেশ জনতার বাকশক্তি। যা সেই দেশের মানুষের চিরচেনা অস্তিত্ব বর্বর জাতি হতে শতপ্রাণের বিনিময়ে টিকিয়ে রাখা মাতৃভাষা বাংলা। আজ সেই ভাষাই আন্তজার্তিক মাতৃভাষা বাংলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। এটাই প্রকৃত জাতি সত্ত্বার দেশ প্রেম শহীদ ভাষাসৈনিক।