অমর একুশ ফেব্রুয়ারী উদযাপন
অমর একুশ ফেব্রুয়ারী বাংলার।
বাংলা আমরি মাতৃভাষার বাঙ্গালী
আপনত্ব ভরা হ্নদয়টি সাম‍্যসম।


একুশ শহীদ মিনার হচ্ছে প্রজ্বলিত
শ্বাণিত ঐ'তো বাংলার সর্বস্তর স্তম্ভ।
কত স্বপ্ন আঁকা গাঁথা প্রাণত্ব শ্রোবণ
অক্ষর জ্ঞান অ আ ক খ গ ঘ ঞ।


বর্ণমালার পরিচয় রপ্ত বাংলা অ
অ- অমন করেই মূল‍্য দিতে হয়
আ-আহাজারী ভাষা শহীদ মায়ে
ই- ইজ্জ্বত রক্ষায় বাংলা মায়ের!


ঈ- বর্ণ একটি চমৎকার বর্ণমালা
উ- উত্তম এক অনন‍্য শোভা ভরা
ঊ- ঊষার আলোক শহীদ স্মরণ
ঋ- ঋণি আমরা ভাষাশহীদ প্রতি।


ক- কবি বইমেলা বাংলা ভাষা
খ- খুঁশি বাংলা কাব‍্য রচিত প্রেম!
গ- গল্পকার দেশ প্রেমে মহত্ত্বতা
ঘ- ঘৃণিত ভাষা খর্ব ঐ' জাতিকে
ঙ- রঙ্গ সুসভ‍্যতার বিকাশ লাভ।


চ- চলতি ভাষাতে কতকথা বলি
ছ- ছলনাময়ী কোন দোষড় না।
জ- জবানে থাকবে শ্বাণিত বাংলা
ঝ- ঝড় বেগ যত আসুক এ'বাংলা
ঞ- মিঞা নাম বাংলারই ঐ'তির্য‍্য।


বাংলার একুশ পালিত সাম‍্যের
চমৎকার উপলব্দির সুন্দরতম।
স্বর বর্ণ ও ব‍্যঞ্জন বর্ণ স্বরধ্বনি
ব‍্যঞ্জনধ্বনি অপরূপ সাধনা বর্ণ।


একুশ অহংকার প্রাণের টানমর্ম
বাংলার মাতৃভাষার গঠন সত্ত্বার
অধূনা গ্রাম গঞ্জের আঞ্চলিকতা
সর্বাগ্রে একুশ অহংকার বাংলা।
********************
বাণী: বাংলা ভাষা বাংলার সন্তানদের অমর গাঁথা একুশ। প্রতিটি বছরের মহামিলন মেলা। জাগ্রত বাংলার অক্ষর বৃত্তের অসাধার ও অতুলনীয় বইমেলা। যা বাংলাকে স্মরণ করায়ে দেয় বাংলার প্রতিটি সন্তানদের মাঝে। এমন উচ্ছাস প্রাণবন্ত একুশ অহংকার অতুলনীয়।