প্রভাত যেন ডাকলো আমায়
ঐ'ডাক পশ্চিমাকাশ খানা।
সুমধুর কন্ঠে ধ্বনিত আযান
কাক ডাকা ভোরের সুভাষ।


আযান শেষে নামাজ আদায়
শহীদ স্মৃতি পদচারণা মন!
সমাবেশ পর্ব বিনম্র শ্রদ্ধ‍্যায়
সিক্ত বাংলা মায়ের সন্তান।


মাতৃভাষা জাগ্রত জাতি তৃপ্ত
অনুশাসন অনুপ্রাণিত অর্জন!
সূর্য উদীত ফুলেল শোভায়
শোভিত শহীদ স্মরণ বেদী।


ফুল আর মানুষ বেদনার্তে
সমবেদনা সহমর্মি জনতা!
লোকারণ‍্য এক অন‍্যরকম
সুখ-দুঃখ মাতৃভাষা বাংলা।


শতক ঘাত-প্রতিঘাত ছিল
বাংলা ভাষা বরবর জাতি
থাবা হতে রক্ষায় বাংলা
মায়ের স্নেহ প্রবণ সন্তান।


আত্মত‍্যাগ বিনিময় অর্জন
আজিকেরই একুশ স্মৃতি।
সুন্দর সকাল শোভা ভরা


চলমান...