ছোট ছোট অল্প বয়স ছেলে-মেয়ে শোন সকল
তোমাদের বয়স এখন খুবই কাঁচা!
সময় এখন তোমাদের পড়ালেখার হও প্রত‍্যয়ী
কোন অবহেলা নয় মনোযোগী হও!


আলতু-ফালতু সময় অপচয় নয় এ'ধরার বুকে
মনে রেখো সময়েরই এক ফোঁড়ন।
অসময়ের দশ ফোঁড়ন; সেই না কাজে লাগাও
জীবন গড়তে কোন অসভ‍্যতানয়।


অল্প বয়সেজীবন গড়ার পূর্বে প্রেম নয় কাঁচা
ওরে কাঁচা আঁধ মরাদের ঘা মেরে'
বাঁচার চেয়ে কর্মঠ জীবন তটে অধরাকে ধর
শত প্রচেষ্টা ধৈর্য মেরুকরণ দন্ডে।


এমন কর্ম প্রেম-প্রীত করোনা কাঁচা বাঁশটির
ঘুণে ধরা এ'সমাজ সভ‍্যতা পাবে না।
তাই তো তোমাদের অর্জিত জীবন সুফলার
পাবে অনন‍্য জীবনবোধ জাগ্রত জাতি।


বয়স এমনই একটি সময় আঠারো-ছাব্বিশ
এ'সময় সুযোগ‍্য দেশ নাগরিক অর্জন!
সাম‍্যবাদ দেশাত্মবোধ দেশপ্রেম বোধগম‍্যত্ব
ঐ'শৈর্য শিখর জ্ঞানলব্দ কর্মার্জন মন।


সেই তোমরা হবে একদিন এই সমাজ উন্নত
সেরাজন উন্নত মমসীঁর বাংলা সন্তান!
আমরা বাঙ্গালী এদেশ আমার তোমার সকল
কাঁচা বাঁশ যেমন হয় না মজবুত কর্ম।


তেমনে হয় না শক্তির অটুট অনুপ্রেরণা হ্নদয়
জীবন গড়তে সংকল্প লাগে জেনেরাখ!
তোমরা ছাত্র-ছাত্রীদল আমাদের সন্তান প্রজন্ম
সভ‍্যতা লাভ প্রকৃত অর্জন অসভ‍্যতা নয়।
***************************
বাণী: অল্প বয়স আর কাঁচা বাঁশ একই অঙ্গে অঙ্গীভূত। অল্প বয়সের সন্তানরা যেমন বেশী বুঝলে বুঝটি সঠিক হয় না। তেমনি কাঁচা বাঁশে ঘরের খুঁটি আসবাব পত্র যাই তৈরি করা হোক না কেন, ঠেকসই হয় না। তাই জ্ঞান অর্জনের পাশাপাশী বয়সের একটি পরিপক্ক সময়েরও প্রয়োজন আছে। তবেই সমাজে গুণি ও কর্মনিষ্ঠাবান মানুষ সৃষ্টি হবে। আর সেই মানুষেরাই প্রকৃত ঊষা মন মানুষ উদ্ভাসিত গুণিজন। অন‍্যথায় ঘুণে ধরা মাকাল ফল নাম মাত্র মানুষ ছাড়া আর কিছুই নয়।