আমি মানব সন্তান
চেতনা মনুষ‍্যত্ব বোধ।
চিন্তার শেষ থাকে না
আমি কে প্রশ্নবিদ্ধতায়।


মানুষ হতে বিবেকবোধ
কেমন করে হবো?
সেই অনুপ্রেরণা জাগ্রত
তারা করে সর্বোক্ষণ।


মানুষ বলে পরিচয়ে
রই আপনত্ব সর্বোত্র।
প্রকৃত মানুষ অর্জনের
ববেক উদীত বোধদ্বতা।


জানতেই হবে আমাকে
আমি আমরা প্রকাশিত।
সত‍্যই কি আত্মপ্রকাশ?
মানুষ আমরা মনুষ‍্যত্বের?


বিবেকের সৌন্দার্য অন্ধে
কেমনে অবিবেচক মানুষ!
মূল‍্যবোধ জাগ্রত জাতির
কল‍্যাণ সমতা এক সকল?


শিক্ষিত শিক্ষার মর্যাদায়
আস্তাতে অবসাধ অন্তরালে
সবই রসাতল সভ‍্যতাতে
আমরা মানুষ মনেকরি।


প্রকৃত অর্থবোধকতা কি?
সৃষ্টির সেরা জীব!
আপনকে পর অজানায়
বিশুদ্ধতা চরণ গভীরতা।


জ্ঞানের আলোক রশ্মির
ঝলমল ঊষার আকাশখানী
চাঁদের দীপ্তমান সভ‍্যতাময়
সকল শিশুর অনুপ্রেরণা।


বিধির বিধানের প্রেমেরই
বিশ্বাসী সুবিবেচক মানুষ।
সঠিক কর্মধর্মের বিবেকবান
জ্ঞানীজনেরাই প্রকৃত মানুষ।


অন‍্যথায় নয়তো মানুষ'
একটি নামমাত্রই মানুষ!
যখনি বিজ্ঞতাপূর্ণ বিবেক
সেইতো তারাই কল‍্যাণের।


অসাধারণ অতি সাধারণ
চমৎকার মূল‍্যের মূল‍্যবান
আমাকে ভাবায় বিবেকতা
সমাজ সামাজিক মূল‍্যায়ন।
******************
বাণী: মানুষ আমরা ক'জনা! মানুষ হওয়াষকি সহজ? প্রকৃত মানুষ হতে অবশ‍্যই একজন লোককে সুবিবেচক হতে হবে। আর সেই জনার পাশে ভাল লোকজনেরও সানিধ‍্যতা থাকতে হবে। যারা অবশ‍্যই সুবিবেচক ও সুবুদ্ধিরও বটে। অন‍্যথায় সত‍্যকেও মিথ‍্যার সহিত মিশ্রিত করে মহাপাপী রূপধারণে অমানুষ বনে যেয়ে মহাজ্ঞান প্রকাশ করতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না। যা মানুষ হিসাবে কলংকিত অমানুষ রূপ।